হালাল আর হারামের পার্থক্য

in #halal7 years ago

image
source

headerহালাল আর হারামের পার্থক্য

ছেলে নতুন চাকরি পেয়েছে, নতুন কর্মস্থলে যাচ্ছে। মায়ের কাছে বিদায় নিতে এলো।মা ছেলেকে অনেক নছীহত-উপদেশ দিয়ে, এই বলে কথা শেষ করলেন

– “দেখতো খোকা! ‘হালাল’ শব্দটা দুই ঠোঁট খোলা রেখে উচ্চারণ করতে পারিস কিনা?”

ছেলে হালাল শব্দটা বার কয়েক উচ্চারণ করে দেখলো। তারপর বলল

-জ্বি আম্মু, পেরেছি।

-এবার দেখতো খোকা! ‘হারাম’ শব্দটা দুই ঠোঁট না লাগিয়ে উচ্চারণ করতে পারিস কিনা?

ছেলে অনেকবার চেষ্টা করেও দুই ঠোট না লাগিয়ে হারাম শব্দটা উচ্চারণ করতে পারলো না।

-নাহ, আম্মু! পারছি না।

এবার মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন: – দেখ খোকা! এটাই হলো হালাল আর হারামের মৌলিক পার্থক্য।

-কিভাবে আম্মু?

-হালাল শব্দটা উচ্চারণ করতে যেমন ঠোঁট খোলা থাকে, তেমনি হালাল উপার্জনেও রিযিক ও সৌভাগ্যের দরজা খোলা থাকে। দুনিয়া ও আখিরাতের সমস্ত দরজা খুলে যায়।

আর হারাম শব্দ উচ্চারণ করতে যেমন ঠোঁট বন্ধ হয়ে যায়, তেমনি হারাম উপার্জনেও রিযিক ও সৌভাগ্যের দরজা বন্ধ হয়ে যায়। দুনিয়া ও আখিরাতের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়।

এখন তুই বেছে নে কোন দরজা খুলবি….

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.041
BTC 98102.63
ETH 3490.00
USDT 1.00
SBD 3.42