Ipomoea carnea Plant Flower
আমার স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনার দোয়ায় অনেক ভালো আছি।আজকে আমি আমার প্রিয় ব্লগ আজকের ঘোরাঘুরি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজকে যে ফুল এর ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি তা হলো বন্য ফুল। এটা সাধারণত বিভিন্ন জঙ্গল এ দেখা পাওয়া যায় । এই ফুল টা কেউ বাগানে চাষ করে না। ফুলটা দেখতে অনেক সুন্দর। বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই ফুল এর ফটোগ্রাফি তা কমেন্ট করে জানাও।
আশা করি সকলের ভালো লাগবে