কেমন মেয়ে বিবাহ করা উচিৎ?

in #girlmaredislamic19 days ago (edited)

medium-shot-woman-wearing-halal-outdoors.jpg
সুন্দর না কালো, ধনী না গরীব, কুমারী না বিবাহিতা......….......... ।
সুন্দরের প্রতি বরাবরই মানুষের আকর্ষণ বেশি। বর্তমানে বিয়ে করার সময় পাত্রী দেখতে গেলে আমরা সাধারণত গুণের চেয়ে চেহারার সৌন্দর্যতে প্রাধান্য দিয়ে থাকি। তবে বয়োজ্যেষ্ঠরা পাত্রী দেখার ক্ষেত্রে সাধারণত গুণ নারীদের বেশি প্রাধান্য দিয়ে থাকে।
তবে প্রশ্ন আছে অনেকে কেমন নারী বিয়ে করবেন। গুণী বা সুন্দরী। বিয়ে হচ্ছে একটি ধর্মীয় বিধান। বিয়ে হচ্ছে একটি পারিবারিক বন্ধন। একজন পুরুষ ও নারীর মধ্যে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয়ে থাকে। এ বিবাহিত জীবন মৃত্যু পর্যন্ত গড়ায়। আবার অনেকের অল্প দিনে সংসার ভেঙে যায়।
তাই বিয়ে করার আগে অনেক আগপাছ চিন্তা করে বিয়ে করা উচিত। যেন সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে না হয়।
বিয়ে জন্য সরল ও সত্যবাদী নারীকে পছন্দ করুন । তাই সে সুন্দর হোক অথবা কালো । গরীব অথবা ধনী, বিধবা অথবা কুমারী, কারণ যার সঙ্গে আপনার সারা জীবনের হিসাব-নিকাশ যদি মিথ্যাবাদী হয় তবে আপনি বিপদে পড়বেন।
সংসার করার জন্য দায়িত্ববান নারী খুবই প্রয়োজন। কারণ শ্বশুর-শাশুড়ি থেকে শুরু করে সন্তান ও আপনার দায়িত্ব নিতে পারে এমন নারীকে ঘরনি বানান।
আমারা যখন কোন মেয়ে পছন্দ করি শুধু তার সুন্দর্যতা লক্ষ্য করি । কখনো তার মনের ভিতরটা দেখিনা। একজন কালো মেয়ে যদি তার স্বভাব চরিত্র , মানুষের সাথে সৎ ব্যাবহার করে, আপনার ফ্যামিলির সবাইকে নিজের ফ্যামিলি মনে করে, আপনার মা বাবাকে যদি নিজের মা বাবা মনে করে, আপনার ইচ্ছায় অনিচ্ছায় আপনার পাশে থাকে, আপনার সুখ-দুঃখ ভাগ করে নিতে চাই, যে শুধু আপনাকেই ভালোবাসবে,হোক না সে কালো, সে গরীব, অথবা কোন কারণে বিধবা।
সে কি উত্তম নয় আপনার ঐ সাধা চামড়ার অহংকারী, নির্লজ্জ, বেহায়া, যার আপনাকে ছাড়া আরো বেস্ট ফ্রেন্ড এর প্রোজন, আপনি চিন্তা করে দেখুন কে আপনার কাছে উত্তম ।
একজন সৎ চরিত্রের কালো, গরীব, অথবা বিধবা, মেয়ে । নাকি ঐ সাধা চামড়ার দুশ্চরিত্রের সুন্দরী, ধনী, বা কুমারী মেয়ে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67467.65
ETH 3470.01
USDT 1.00
SBD 2.71