Photography of Jasmine Flower

in #gioujhlast month

শুভ সকাল বন্ধুগণ

আশা করি তোমরা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।আজ আমি আপনাদের সাথে সুন্দর একটি জেসমিন
ফুলে ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আজকে আমি আমার প্রিয় ব্লগ এ কি করতেছি তা আমার বন্ধুের জানাবো। ঘোরাঘুরি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজ আমি একটু ঘুরতে আসলাম আমার বন্ধুর বাড়ি। ঘুরাঘুরির সময় আমার কিছু ফটোগ্রাফি আমার ক্যামেরায় বন্দী করে ফেলছি। তো চলুন শুরু করা যাক। এই ফুলটা নাম আমরা নয়নতারা ফুল বলে থাকি।অসাধারণ একটি ফুল। জেসমিন ফুল সব জায়গায় কম বেশি পাওয়া যায়। আমি আমার বন্ধুর বাসার বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম , তাদের ছাদে দেখি সুন্দর একটি ফুল তা হলো জেসমিন ফুল। আমি একটি জেসমিন ফুলটি ছিরে ফেলি এবং তা দিয়ে একটি ফটোগ্রাফি করলাম। আমার ফটোগ্রাফি কেমন লাগলো তা কমেন্ট করে যানাও বন্ধুগণ।

FB_IMG_1713500958482_3.jpg

FB_IMG_1713500958482_2.jpg

FB_IMG_1713500958482_1.jpg

বন্ধুগন আমার ফটোগ্রাফি যদি ভালো লাগে তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.26
JST 0.040
BTC 98731.93
ETH 3473.83
USDT 1.00
SBD 3.23