Photography of a Pinwheel Flower
আমার স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।আজকে আমি আমার প্রিয় ব্লগ এ কি করতেছি তা আমার বন্ধুের জানাবো। ঘোরাঘুরি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজ আমি একটু ঘুরতে আসলাম আমার বন্ধুর বাড়ি। ঘুরাঘুরির সময় আমার কিছু ফটোগ্রাফি আমার ক্যামেরায় বন্দী করে ফেলছি। তো চলুন শুরু করা যাক। এই ফুলটা নাম আমরা নয়নতারা ফুল বলে থাকি।অসাধারণ একটি ফুল। নয়নতারা ফুল সব জায়গায় কম বেশি পাওয়া যায়। আমি আমার বন্ধুর বাসার বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম , তাদের ছাদে দেখি সুন্দর একটি ফুল তা হলো নয়নতারা ফুল। আমি একটি নয়তারা ফুলটি ছিরে ফেলি এবং তা দিয়ে একটি ফটোগ্রাফি করলাম। আমার ফটোগ্রাফি কেমন লাগলো তা কমেন্ট করে যানাও বন্ধুগণ।
![IMG_20220615_071728_583.jpg](https://cdn.steemitimages.com/DQmbtupY1MqQjoEfZgi8FKLykZMf7dEHNuy1eX9fHtmpdry/IMG_20220615_071728_583.
আশা করি আমার ফটোগ্রাফি করি সকলের পছন্দ হয়েছে। তাছাড়া গোলাপ ফুল সকলে পছন্দ করে। আমার ফোটোগ্রাফি কেমন হলো তা কমেন্ট করে জানাও বন্ধুরা।