আইন কানুন।

in আমার বাংলা ব্লগ24 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17382313273047540513298924413669.jpg



সোর্স



আমাদের সমাজে আইন ব্যবস্থা খুবই ধীর গতি সম্পন্ন, আর কোন কোন ক্ষেত্রে আবার আইন ব্যবস্থা খুবই খারাপ প্রমাণিত হয়। আসলে এই আইন যেহেতু অন্ধ তাই অন্যান্য ইন্দ্রিয় দিয়ে বুঝে উঠতে তার হয়তো সময় লাগে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আর এই সমাজে মেয়েদের যে দুরবস্থা, আর প্রতিনিয়ত মেয়েদের যেসব অত্যাচার এর সম্মুখীন হতে হয় সে কথা মাথায় রেখে মেয়েদের জন্য যেসব আইন-কানুন তৈরি করা হয়েছে তার জন্য মেয়েদের কিছুটা উপকার হলেও ছেলেদের জন্য কিছুটা বিপদ বেড়েছে। কারণ কিছু কিছু মেয়েরা এমন আছে যারা এইসব আইন-কানুন এর সুযোগ নিয়ে ছেলেদের ওপর উল্টো অত্যাচার করতে দেখা যায়। আসলে সমাজে নারী পুরুষ উভয়ে অত্যাচারিত হতে দেখা যায়। আর সেই জন্য আমাদের কঠোর কিছু আইন তৈরি করা খুবই প্রয়োজনীয়। তবে এখনকার সমাজে মানুষ এত সুন্দর অভিনয় করতে শিখে গেছে যে তাদের দেখলে বোঝা খুব কঠিন যে তারা সত্যি অত্যাচারিত নাকি তারাই অত্যাচার করছে।


আর কিছু কিছু ঘটনার কোন প্রমাণ না থাকায় আমাদের আইন ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হয়। দেখা যায় অনেক মানুষ আছে যারা বিনা দোষে শাস্তি ভোগ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। আবার কিছু কিছু মানুষ আছে যারা হাজার দোষ করেও এবং কঠোর অপরাধ করেও নির্দ্বিধায় আমাদের চারিপাশেই স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। প্রমাণের অভাবে বা ক্ষমতার প্রভাবে কিছু মানুষ অপরাধ করেও তাদের শাস্তি থেকে বেঁচে যায়। আসলে আমার মনে হয় আমাদের আইন ব্যবস্থা খুবই দুর্বল যে কারণে মানুষ অন্যায় করতে বা অন্য কারোর অনেক বড় ক্ষতি করতে এমনকি কাউকে মার্ডার করতেও ভয় পায় না। তবে বিদেশে অনেক জায়গায় দেখা যায় এই আইন ব্যবস্থা খুবই কঠোর থেকে কঠোরতম। কাউকে মেরে ফেলা তো দূরে থাক সামান্য ট্রাফিক সিগনাল অমান্য করলেও তাদের শাস্তি হতে দেখা যায়। মাদকদ্রব্য পান করে বা কোনরকম নেশা করে গাড়ি চালালেও বাইরের দেশে কঠোরতম শাস্তি হতে দেখা যায়। তাই আমার মনে হয় আমাদের দেশেও যদি সব রকম ব্যবস্থা নিয়ে এমন কড়া করে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের বেঁধে রাখা হয় তাহলে অনেক রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।


এমনকি অন্যান্য জায়গায় যেমন যেখানে সেখানে নোংরা ফেলা নিষিদ্ধ এবং নোংরা ফেললেই চালান কাটবে অর্থাৎ ফাইন দিতে হবে। তেমন যদি আমাদের চারপাশে ও এমন আইন থাকতো তাহলে আমাদের পরিবেশটাও অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর দেখতে হতো। জলাশয় নদী নালা সবকিছু পরিষ্কার থাকতো। আর এর ফলে জলাশয়এ থাকা বিভিন্ন প্রাণী মাছ সাপ ইত্যাদি ভালোভাবে বাঁচতে পারতো। এছাড়াও যেসব সোশ্যাল মিডিয়া অ্যাপ এ নোংরা ভিডিও এবং বিভিন্ন নোংরামি করা হয় সেগুলো ব্যান করে দেওয়া উচিত। এবং করাকরি ভাবে আইন করা উচিত যেন এগুলো কেউ না দেখতে পায়। আর এইসব অ্যাপের পরিবর্তে ভালো শিক্ষামূলক বিভিন্ন জিনিস দেখলে আমাদের সাথে সাথে আমাদের পরবর্তী প্রজন্ম অনেক কিছু ভালো শিখতে পারবে এবং আমাদের সাথে সাথে আমাদের দেশের অনেক উন্নতি হবে। আমাদের আইন ব্যবস্থা যেহেতু ধীরগতি সম্পন্ন এবং সঠিক বিচার করতে সব সময় পারেনা তাই আমাদের উচিত আমাদের নিজেদের জীবন যাপনই সুশৃংখলের মধ্যে রাখা।


আমরা যদি ভালোভাবে চলতে পারি এবং আমরা আমাদের চারপাশের মানুষকে ভালোভাবে বাঁচতে এবং কোনটা ভুল ও কোনটা সঠিক সেটা বোঝাতে পারি তাহলে ধীরে ধীরে আমাদের চারপাশের পরিবেশ অনেক বেশি ভালো করা সম্ভব। আমাদের জীবনের আইন যদি আমরা নিজেরাই তৈরি করতে পারি এবং সঠিক কাজকর্ম বুঝে করতে পারি তাহলে আমাদের নিজেদের পাশাপাশি আমাদের পারিপার্শ্বিক পরিবেশকেও অনেক সুন্দর করে দিতে পারব। তাই কোন ব্যক্তি কেমন আচরণ করছে অথবা কোন ব্যক্তির ব্যবহার ভালো বা কোন ব্যক্তির ব্যবহার খারাপ সেগুলো না দেখে আমরা যদি নিজের ব্যবহার ভালো করি এবং প্রত্যেকের সাথে সহানুভূতিশীল আচরণ করি এছাড়াও অন্যের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করি এবং তাদের পাশে থাকতে পারি তাহলে আমাদের আর কোনরকম আইন-কানুনের প্রয়োজন হবে না। কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়তে এবং অন্যায়কে দমন করতে আইন-কানুনের প্রয়োজন হয়। আর আমরা যদি সেই অন্যায় কাজকর্ম ছেড়ে দিই এবং ভালো পথে চলি এবং সবাইকে সম্মান করি তাহলে আমাদের কোন রকমেই আইন কানুনের প্রয়োজন হবে না।



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।


Sort:  
 24 days ago 

1000027491.jpg

1000027490.jpg

1000027489.jpg

 24 days ago 

হ্যাঁ আপু অনেক মানুষ বিনা দোষের শাস্তি ভোগ করে থাকে আবার অনেক মানুষ রয়েছে যারা দোষী করে দোষীর তালিকায় পড়ে না। তাই আইন শৃঙ্খলার পাশাপাশি দেশের সমস্ত আইন-শৃঙ্খলা যেন সচল ভাবে পরিচালিত হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। সর্বসাধারণ মানুষ যেন সঠিক আইনশৃঙ্খলার মাধ্যমে নিজের অধিকার রক্ষা করতে পারে সে বিষয়গুলোও দেখতে হবে। একটা রাষ্ট্রের আই ন শৃঙ্খলায় মানুষকে স্বাধীনতা এনে দিতে পারে। যেখানে আইন ঠিকঠাক রয়েছে সেখানে সুন্দর সমাজ গঠন করা যায়।

 24 days ago 

আমাদের আইন আসলেই একটু ধীরগতি সম্পন্ন। এর প্রধান কারন হল জনসংখ্যার বিস্ফোরণ। এত বেশি জনসংখ্যার মাঝে আইন প্রণয়ন করা আসলেই একটু চাপের।আদালতে অসংখ্য কেস, কিন্তু যথেস্ট বিচারক নেই। প্রয়োজনের থেকে পুলিশের সংখ্যা কম।আপনি যে সলিউশনটি দিলেন,সেটি কার্যকর হলে সব দিক থেকেই কল্যাণ কর হবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96459.90
ETH 2752.56
SBD 0.67