প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা (পর্ব -০২)
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
আমাদের জীবনে প্রিয় মানুষগুলো হারিয়ে গেলে প্রতিটা মুহূর্তে তাদের অভাব আমরা অনুভব করি। যারা হারিয়ে যায় তারা সবকিছু ভুলে খুব সহজেই হারিয়ে যেতে পারে। কিন্তু যাদের হারিয়ে যায় তাদের জীবনে সেই প্রিয় মানুষের যত স্মৃতি থাকে আজীবন তা থেকে যায় মনে। আর সেই মানুষগুলো জীবনে যতদিন বেঁচে থাকে সে হারিয়ে যাওয়া প্রিয় মানুষগুলো স্মৃতি গুলোর যন্ত্রণা একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে রাখে। আমরা আমাদের জীবনে সেই প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলে মিস করতে পারি, কিন্তু তাদেরকে ফিরে পাওয়া কোনভাবে আর সম্ভব হয় না। কারণ কেউ যখন নিজে থেকে হারিয়ে যেতে চায় পৃথিবীতে এমন কোন কিছু নেই যা দিয়ে তাকে আটকানো যায়।
আমাদের জীবনে হারিয়ে ফেলা প্রিয় মানুষ ও তাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত পৃথিবীর কোন কিছুর মধ্যেই ফিরে পাওয়া যায় না।আর অনেকের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায় তবে সবচেয়ে বেশি খারাপ লাগে যখন আমাদের প্রিয় মানুষগুলো হারিয়ে যায়। সেই সকল মানুষদের কখনো ভুলে যাওয়া সম্ভব না তাইতো তাদের নিয়ে আমাদের মনে মনে এত স্মৃতি বহন করে চলি আমরা।তবে আমাদের জীবনে হারিয়ে যাওয়া সেইসব প্রিয় মানুষগুলো ভালো থাকুক। তাদের ভালো থাকা বড্ড বেশি প্রয়োজন। সবার জীবনে প্রিয় মানুষ রিলেটেড ঘটনা থাকে। তোমরা তোমাদের ঘটনাগুলো আমাদের সবার সাথে শেয়ার করতে পারো। আজ এইটুকু তোমাদের সাথে শেয়ার করার ছিল।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক :
https://x.com/ronggin0/status/1904335082451800515?t=5chppTrQz4v3spTSetMnyw&s=19
https://x.com/ronggin0/status/1904336257045725499?t=-wTk1B13rFS_egTjSAMwiQ&s=19
https://x.com/ronggin0/status/1904337856660922676?t=yqn_MfonBhQ5ZJzQhVvn_g&s=19
https://x.com/ronggin0/status/1904340329660338194?t=ZKsnlzyuhUNEZSqiXXxALw&s=19