জীবনে মা বাবার গুরুত্ব
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বার্থপরতা নিয়ে কিছু কথা শেয়ার করবো। প্রতিটা মানুষের জীবনে বাবা-মায়ের অনেক বড় অবদান রয়েছে। বাবা মা না থাকলে এই পৃথিবীর আলো দেখা আমাদের সম্ভব হতো না। আমাদের জীবনে বাবা মায়ের গুরুত্ব সব থেকে বেশি। বাবা-মা কখনো কারো বোঝা হতে পারে না। বাবা মা একজন সন্তানের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। বাবা-মার ধৈর্য ও ভালোবাসা সাথে আর কোন কিছুর তুলনা হয় না।
আমাদের সমাজে যেসব সন্তানেরা বৃদ্ধ বাবা-মায়ের সেবা-যত্ন করে না তাদের জীবনে কখনোই সুখ শান্তি মেলে না। আর যারা বাবা-মায়ের সেবা যত্ন করে সম্মান করে এবং বাবা মাকে সবথেকে বড় সম্পদ মনে করে তাদের সাথে কখনোই কোন খারাপ কিছু হতে পারে না। আমাদের জীবনে বাবা-মা এতটাই মূল্যবান যে তাদের থেকে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। বাবা মাকে কখনোই অবহেলা করা উচিত নয়। অনেকেই রয়েছে যারা বাবা মায়ের ভালোবাসা একসাথে পায় না। কেবলমাত্র ভাগ্যবানরাই মায়ের ভালোবাসা ও বাবার ছায়া একসাথে পায়। সবাই বলে প্রথম ভালবাসা নাকি ভোলা যায় না, তাহলে আমরা তো আগে প্রথম ভালোবাসি আমাদের বাবা মাকে। তাহলে কি করে মানুষ মা বাবার ভালোবাসা ভুলে যায়।
আমাদের বাবা-মা আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। তারা তাদের নিজেদের চাহিদা মেটানোর আগে আমাদের সন্তানদের বিভিন্ন চাহিদা পূরণ করে থাকে। সৃষ্টিকর্তার পরে আমাদের রক্ষাকর্তা হচ্ছেন আমাদের বাবা-মা। তাদের ছাড়া আমাদের এ জীবন সম্ভব নয়। এই পৃথিবীতে বাবা-মার ভালোবাসা অফুরন্ত, যা আমাদের জন্য কখনোই শেষ হবে না। আমরা যদি কখনো কোন খারাপ পরিস্থিতিতে পড়ি বা কোন খারাপ সময়ের মধ্য দিয়ে যাই আমাদের চারপাশের আপন মানুষজনেরা সেটা বুঝতে না পারলেও বাবা মা রা কিন্তু খুব সহজেই সেটা বুঝে যায়। তাই আমাদের উচিত আমাদের বাবা মা কে সম্মান করা ভালোবাসা ও সারা জীবন তাদের পাশে থাকা। জীবনে সফল হতে চাইলে কখনোই বাবা-মাকে কোন কষ্ট দেওয়া যাবে না। এই পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হলো বাবা-মা। আর সারা জীবন বাবা মাকে সম্মান ও ভালোবাসা দিয়ে রাখাই আমাদের দায়িত্ব ও কর্তব্য।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি পৃথিবীতে বাবা মার মতো কেউ কখনো ভালোবাসে না।সৃষ্টিকর্তার পরেই বাবা মার স্হান। তাই আমাদের উচিত বাবা মাকে সম্মান করা। বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
যারা সবসময় মা-বাবার পাশে থাকে, মা-বাবাকে ভালবাসে তারা বুঝে মা বাবা ছাড়া থাকাটা কতটা কষ্টের। পিতা-মাতার সন্তানের জন্য যে কতটা মঙ্গল সেটা যখন পিতা-মাতা মারা যায় তখনই বোঝা যায়। আপনি ঠিকই বলেছেন ভাই আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বাবা মা। বাবা-মা সম্পর্কে খুব সুন্দর লিখেছেন এবং কথাগুলোর মাঝে অনেক বোঝার আছে। ধন্যবাদ ভাইয়া।
আপনি ঠিক কথা বলেছেন। বাবা মা আমাদের ছোটবেলা থেকে অতি কষ্টে বড় করে তোলে এবং তাদের অনেক সময় সামর্থের ঊর্ধ্বে গিয়েও আমাদের সখ সৌখিনতা ইচ্ছা পূরণ করে থাকে। নিজে না খেয়ে আমাদের মুখে অন্ন তুলে দেয়। আমাদের কথা ভেবেই এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের বাবা-মা প্রতিনিয়ত নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু ত্যাগ করে দেয়। আর এমন বাবা মাকে যদি কোন সন্তান না দেখে তাহলে সেটা অবশ্যই কুসন্তান। আর যেসব সন্তান বাবা-মার চোখের জলের কারণ হয় সেসব সন্তানের জীবনে কখনোই সুখ শান্তি আসতে পারে না। কারণ বাবা মার চোখের জল ফেলার শাস্তি ভগবান সেইসব সন্তানকে দিয়ে দেয়।
মা-বাবা আমাদের জীবনের প্রথম শিক্ষক। তাঁরা আমাদের শুধু বড় করে তোলেন না, বরং নৈতিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধের মতো মূল্যবোধ শেখান। তাঁদের অবদান ছাড়া আমরা আজকের মানুষ হতাম না।
আসলে প্রতিটি সন্তানের জীবনে মা বাবার গুরুত্ব অপরিসীম। মা বাবা প্রতিটি সন্তানকে ছোট থেকে লালন পালন করে এবং যথাসাধ্য চেষ্টা করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এখনকার বেশিরভাগ সন্তানেরা মা বাবার ভরণপোষণের দায়িত্ব পর্যন্ত নেয় না। যাইহোক তাদের শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।