আইফোনের জন্য রিলিজ পেল ফোর্টনাইট

in #games7 years ago

বর্তমানে পিসি এবং কনসোল গেমিংয়ের ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় একটি গেম হচ্ছে ফোর্টনাইট। বর্তমানে সারা পৃথিবীতে এই গেমটি নিয়ে গেমারদের মধ্যে উৎসাহ-উত্তেজনার শেষ নেই।

ফোর্টনাইট হচ্ছে বিখ্যাত ভিডিও গেম ডেভেলপার এপিক গেমসের (Epic Games) তৈরি একটি রিয়াল টাইম অনলাইন ব্যাটেল রয়াল গেম।

এই ফ্রি গেমটিতে মুলত ১০০ জন অনলাইন প্লেয়ারদেরকে একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপে ছেড়ে দেওয়া হয় একে অন্যের সাথে ফাইট করার জন্য। প্লেয়ারদেরকে এই ম্যাপের বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন রিসোর্স এবং প্রয়োজনীয় অস্ত্র জোগাড় করে নিতে হয়। একটি নির্দিষ্ট সময় পরপর গেমের ম্যাপটি ক্রমশ ছোট হতে থাকে যাতে গেমের সব প্লেয়ার একে অন্যের মুখোমুখি হতে পারে।

এ ছাড়া নিজেকে রক্ষা করার জন্যও বিভিন্ন ব্যবস্থা নিতে পারে গেমের প্লেয়াররা। নির্দিষ্ট সময়ের পরে সবশেষে যে বেঁচে থাকতে পারে, সেই গেমটির ওই ম্যাচের উইনার হিসেবে বিবেচিত হয়। এই গেমটির গ্রাফিক্স, ক্যারেকটার, গেমপ্লে সবকিছুই দেখার মতো।

Sort:  

this game is so enjoable.and really good graphics

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.26
JST 0.039
BTC 94897.80
ETH 3393.66
USDT 1.00
SBD 3.40