কৌতুক এবং জোকস্

in #funy2 years ago (edited)

download.jpg

#কৌতুক

১ম বন্ধুঃ বন্ধু ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে কিছু দিন পর সুস্থ হয়ে উঠার পর...
২য় বন্ধুঃ বন্ধুর সঙ্গে দেখা । ২য় বন্ধু বলল, দোস্ত, চল রাস্তা থেকে ঘুরে আসি।
১ম বন্ধুঃ না দোস্ত, আমি বাইরে যাব না, সমস্যা আছে!
২য় বন্ধুঃ কেন?
১ম বন্ধুঃ ওই ট্রাকের পেছনে লেখা ছিল "ধন্যবাদ" আবার দেখা হবে।

রহিমঃ করিম তোর গরম লাগলে তুই কী করিস?
করিমঃ কী আবার করব! এসির পাশে গিয়ে বসে পড়ি।
রহিমঃ তাতেও যদি তোর গরম না কমে?
করিমঃ তখন এসি অন করি।

বাবাঃ বৃদ্ধ বাবার ছেলে জেলে বন্দি । বাবা ছেলেকে জেলে চিঠি লিখলেন, আমার অনেক বয়স হয়েছে, এত বড় জমিতে চাষ
দেওয়া আমার কষ্ট হয়, তুই থাকলে একটু সাহায্য করতে পারতিস।

ভীত লোকঃ ওহে জেলে ভাই, নদীতে সাপ নেই তাে?
জেলেঃ না , সাপ নেই।
ভীত লোকঃ তাহলে তাে নিশ্চিন্তে গােসল করা যায়।
জেলেঃ হ্যাঁ, করা যায় কিন্তু সাবধানে গােসল করতে হবে।
ভীত লােকঃ কিন্তু কেন?
জেলেঃ কুমির আছে । এই কুমিরই তাে সব সাপ খেয়ে শেষ করেছে।

#বগা এবং বগার গালফ্রেন্ড মধ্যে কথা হচ্ছে
বগাঃ বগা তুমি আমাকে ঠিক রাত ১০ টায় ফোন দিও । তোমার সঙ্গে কথা আছে।
বগার গালফ্রেন্ডঃ ঠিক আছে । তুমি তাহলে আমাকে ঠিক ৯টা ৫৯ মিনিটে ফোন দিয়ে মনে করিয়ে দিও।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 96580.26
ETH 2763.74
SBD 0.66