ভালবাসা কি ? What is love ?
আমাদের কাছে ভালবাসা একটি দৈনিক ব্যবহৃত শব্দ । আসলে ভালবাসা টা কি ? এর অর্থ কি ?
এ নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন , তাদের সবাই নিজের অবিজ্ঞতা থেকে উত্তর দিয়ে থাকেন । তবে তাদের উত্তর গুলো তাদের পেশাগত অভিজ্ঞতা থেকে আসলে কেমন দাঁড়াবে ভালবাসার অর্থ?
চলুন দেখে নেয়া যাক –
ভালবসা কি? বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে প্রাপ্ত উত্তরগুলো তুলে ধরা হলঃ
• ডাক্তারঃ ভালবাসা হল এক ধরনের অসুখ যা দুটি মনের মদ্ধে সংক্রামিত হয় ।
• উকিলঃ ভালবাসা হল এমন একটি মামলা যার তারিখ বদলালেও ফলাফল একই থাকে।
• ব্যবসায়িঃ ভালবাসা হল মনের কেনা বেচা ।
• মাঝিঃভালবসা হল বৈঠা বিহীন নৌকা, জোয়ার ভাটার খেলায় এই নৌকা কই যাবে কেও জানে না।
• স্তপতিঃ ভালবাসা হল নিপুন কারুকার্য সম্বলিত স্থাপত্য যা দুটি মনের সমন্বয়ে গড়ে ওঠে ।
• কুলীঃ একজনের মনের বোঝা অন্যজন বহন করাই ভালবাসা ।
• কূটনীতিবিদঃ ভালবাসা হল দুজনের মধ্যে একটি গোপন কূটনৈতিক সম্পর্ক ।
• মনোবিজ্ঞানীঃ ভালবাসা হল মনের মধ্যে জন্মানো এমন এক আবেগ যা মন এবং মস্তিস্ক উভয়ের
উপর নিয়ন্ত্রন গ্রহন করে ।
• দার্শনিকঃ ভালবাসা এমন এক দর্শন যা দুটি মনের অনুভুতি কে প্রকাশ করে ।
• পুলিশঃ ভালবাসা হল এমন এক ধরনের অপরাধ যার কোন শাস্তি নেই ।
• বৈজ্ঞানিকঃ ভালবসা নিয়ে বিজ্ঞান এখন বিভ্রান্ত, তবে এ নিয়ে গবেষণা চলছে ...
• সামরিক কর্মকর্তাঃ ভালবাসা হল একটি শান্তি চুক্তি যার মাধ্যমে একে অপরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত করে ।
• শিক্ষকঃ ভালবাসা জীবন এর এমন এক অধ্যায় যা থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা লাভ করি ।
• জনৈক বেকার যুবকঃ হতাসা লুকানোর ব্যর্থ প্রচেষ্টাই ভালবাসা ।
• সদ্য ছেকা প্রাপ্ত প্রেমিক/প্রেমিকাঃ নিজের প্রয়োজন পুরনে অর্থহীন সম্পর্কই ভালবসা ।
• বার্থ প্রেমিকঃ ভালবাসা ? এমন কিছুর অস্তিত্ব পৃথিবীতে নেই ।
• চোরঃ একজনের মন অন্যজন চুরি করার নামই ভালবাসা ।
• বাংলাদেশের সেলিব্রেটি (নাম বললে চাকরি থাকবে না) : এখনকার যুগে ভালবাসা হয় না , উই আর জাস্ট ফ্রেন্ডস ।
• আপনার কাছে ভালবাসার অর্থ কি ? মন্তব্য করে জানিয়ে দিন...ধন্যবাদ