'নিজের মাল নিজের দায়িত্বে রাখো' শাশুড়ির টিপস্!!!!!

in #funny7 years ago

স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে জামাই শাশুড়িকে হোয়াটস অ্যাপ-এ মেসেজ করল :

"আপনার প্রোডাক্ট এ জন্মগত গোলমাল আছে.
যা আমাকে ডেলিভারির সময় জানানো হয় নি।
আমি হয়রান হয়ে যাচ্ছি।
প্লিজ মাল ফেরৎ নিয়ে অন্য ভাল মাল পাঠান।
সেটা যেন এর পরের ব্যাচের হয়।"

মেসেজ পেয়েই শাশুড়ির জবাব

:-
মালের ওয়ারান্টী শেষ হয়ে গেছে।

:-আমাদের মালের রিফান্ড অথবা এক্সচেঞ্জ অফার নেই।

:-মাল ঘরে নেবার পর ঠিকঠাক ব্যাবহার করার দায়িত্ব গ্রাহকের।

:-ডেলিভারির সময় আমরা তার ব্যবহার বিধি তোমাকে ভালোভাবে বুঝিয়েছিলাম।

এখন আর এখানে নতুনভাবে কোন প্রডাকশনের কাজ চালু নেই।পুরানো মেশিনারি সব এখন অচল অবস্থায় পরে আছে।

তাই, তোমার কাছে যা আছে তাকেই একটু বুঝে সুঝে সাবধানতার সাথে ব্যাবহার করতে হবে।

:- ব্যবহার বিধির সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে পর সব ঠিক হয়ে যাবে।
ভাল থেক। সুখী হও। 😀😃😄😜😜😜😜😜😛😛😛😛😛😝😝😝😝😝

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105348.51
ETH 3316.94
SBD 4.13