ক্যালিফোর্নিয়ায় সড়কে জ্বালানি ছাড়াই চলছে গাড়ি

পৃথিবীর প্রথম বৈদ্যুতিক সড়ক তৈরি করলো যুক্তরাষ্ট্র। দেশটির ক্যালিফোর্নিয়ায় নির্মিত এই সড়কের উপর দিয়ে রয়েছে বৈদ্যুতিক তার। এর সাহায্যে অনায়াসে চলতে পারবে ভারী থেকে অতি ভারী যানবাহন। আপাতত লস অ্যাঞ্জেলস বন্দর থেকে লং বিচ পর্যন্ত এই বৈদ্যুতিক রাস্তার ব্যাপ্তি।


যদিও এটিই বিশ্বের প্রথম বৈদ্যুতিক সড়ক নয়। এর আগে ২০১২ সালে সিয়েমেনে প্রথম বৈদ্যুতিক সড়ক তৈরি হয়েছিল। কিন্তু দীর্ঘ বৈদ্যুতিক সড়ক হিসেবে রেকর্ড গড়লো ক্যালিফোর্নিয়ায় বৈদ্যুতিক সড়কে।
এই সড়কে চলন্ত অবস্থাতেই গাড়ির ব্যাটারিকে চার্জ করিয়ে নেওয়া যাবে। তবে সড়কের উপর দিয়ে যে বৈদ্যুতিক তার রয়েছে, এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হলেও রাস্তা দিয়ে অনায়াসেই গাড়িগুলি চলাচল করতে পারবে।
এই সড়ক প্রস্তুতকারী সংস্থা ‘ফাস্ট কোম্পানি’র জানিয়েছে, এই বৈদ্যুতিক সড়ক তৈরির কারণ হল দূষণ নিয়ন্ত্রণ। বাতাসে কার্বনের পরিমাণ কমানো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96135.63
ETH 2796.94
SBD 0.66