আমার দ্বিতীয় ডিজিটাল আর্ট: খেঁক শিয়ালsteemCreated with Sketch.

in #fox2 years ago

হ্যালো বদ্ধুগণ, আশা করি সবাই ভাল আছো। আজকে আমি আমার আরেকটি ডিজিটাল আর্ট তোমাদের সাথে শেয়ার করছি। চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে পুরো ভিডিওটা দেখতে পারো কিভাবে আমি আর্টটি সম্পন্ন করেছি।

খেঁক শিয়াল

আমি খেঁক শিয়াল আর্ট করেছি তবে এটি @rme দাদার টার মত লাজুক নয়। আমি আজকেও এই আর্টটি করতে আমার আইপ্যাডের প্রক্রিয়েট( Procreate) সফটওয়্যার ব্যবহার করেছি।নিচে আমি ধাপে সেয়ার করছি কিভাবে আর্টটা সম্পন্ন করেছি।

প্রথম ধাপ

প্রথমে আমি শরীরের অবয়োব তৈরি করেছি । তারপর ধীরে ধীরে মুখের আকৃতি তৈরি করেছি । খেঁক শিয়ালের ক্ষেত্রে মুখের অবোয়ব খুব গুরুত্বপূর্ণ । কারণ এর আকৃতি আপনার ওডিয়েনস দেড় আকর্ষিত করবে। এরপর বডির দিকে নজর দিয়েছি।

দ্বিতীয় ধাপ


এরপর বডি আকা শেষ হলে কালার করার পালা। প্রথমে নাক ও বুকের অংশ রং করি। আগেই বলে রাখি আমি সাধারণত ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে কালার করতে পছ্ন্দ করি। এমেচার লেভেলে আছি তো এখনো। আশা করি ধীরে ধীরে আরও উন্নতি করবো।

তৃতীয় ধাপ

একটু ভিন্নতা আনার জন্য ভাবলাম ব্যাকগ্রাউন্ডে প্রকৃতিকে এড করে দেই। তারপর কালার দিলাম । কালার গুলো নিজের পছ্ন্দ মত দেই। ফিনিশিং ট্যাচ এ আমি মেঘের গায়ে নিজের সিগনেচার এড করেছি।

পুরো আর্টটির ভিডিও আমি ইউটিউবে শেয়ার করেছি । নিচে ভিডিও লিংক শেয়ার করলাম।


Category:DeviceSoftware
Art:iPad Pro 2020Procreate

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98504.77
ETH 3362.26
USDT 1.00
SBD 3.06