সব কিছুই ক্যামেরার জন্যে?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
কয়েকদিন আগে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ছবি আমার সামনে আসলো এবং ছবিটা দেখে আমি এতো হতবাক হয়েছি যে, ভাষায় প্রকাশ করার মতো নয়। অর্থাৎ ফেসবুকে মোটামুটি এখন বেশ জনপ্রিয় একটি কাজ হলো - পাখি এবং কুকুরদের পানির ব্যবস্থা করা। অর্থাৎ খাবার পানির ব্যবস্থা করা। যেহেতু এখন অসম্ভব রৌদ্রের তাপ থাকে। সে কারণেই যেসব জায়গায় সাধারণত জলাশয় থাকে অর্থাৎ ছোট ছোট জলাশয়। সেসব জলাশয় এখন মোটামুটি ফাঁকা বললেই চলে। অর্থাৎ পানি নেই তাই কুকুর, বিড়াল, পাখি এদের পানির অভাবটাও অনেক বেশি বেড়ে গিয়েছে। তো তাদের জন্যই পানির ব্যবস্থা করা হচ্ছে এখন প্রতিনিয়ত। অর্থাৎ রাস্তায় রাস্তায় পানির বালতি রেখে।
এতোটুকু পর্যন্ত কিন্তু ঠিক ছিলো। অর্থাৎ আমরা মানুষ হিসেবে অবলা প্রাণীগুলোকে নিয়ে ভাববো, তাদের জন্য কিছু করবো। এই ব্যাপার গুলো একেবারেই পারফেক্ট। কিন্তু যে ছবিটা দেখে আমি অবাক হয়েছি।সেই ছবিটা হলো, কয়েকজন মানুষ ক্যামেরার দিকে তাকিয়ে আছে এবং তাদের সামনে একটা কুকুরও রয়েছে এবং ওই কুকুরটাকে জোর করে পানি খাওয়ানো হচ্ছে। শুধুমাত্র একটি ছবি তোলার জন্য!
আপনি ভাবতে পারছেন! একটা মানুষ কতোটা ডেস্পারেট হলে অর্থাৎ ছবি তোলার জন্য ডেসপারেট হলে সে একটা কুকুরকে ধরে জোর করে পানি খাওয়ায়!এদের এসব দেখলে মাঝেমধ্যে মনে হয় যে, তারা এই যে ভালো কাজগুলো করে সমাজে। এগুলো শুধুমাত্রই কিছু মানুষের নাম পাওয়ার জন্য। অর্থাৎ সুনাম কুড়ানোর জন্য, তা ছাড়া আর কিছুই নয়।
না হলে আপনিই বলুন! একটা কুকুরের মাথা চেপে ধরে তাকে জোর করে পানি খাওয়াচ্ছে! কি অদ্ভুত একটা দৃশ্য! আর তার ছবি তুলছে সামনে দাঁড়িয়ে বেশ কয়েকজন মানুষ। আমার তো তাদেরকে আসলে মানুষ বলেই মনে হয় না। কারণ মানুষ হলে অবশ্যই তার মধ্যে মনুষত্ববোধ থাকবে। কিন্তু এই মানুষগুলোর মধ্যে আমি মনুষত্ববোধের ছিটেফোঁটাও দেখি না।
প্রাণীদের ভালবাসার নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা নিজেদের নাম করার জন্যই এসব কাজগুলো করে থাকে। যদি কেউ প্রকৃতপক্ষে মন থেকে প্রাণীর প্রতি দয়া দেখায় তারা শুধুমাত্র প্রাণীদের ভালোর জন্যই কাজগুলো করবে, মিডিয়াতে প্রচারের জন্য নয়। জোর করে একটি কুকুরকে পানি খাওয়ানোর দৃশ্য বিষয়টি হাস্যকর। আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল।
যে কাজ লোকদেখানোর জন্য করা হয় সেই কাজ মূলত কোনভাবেই সুখকর হয় না। এই যে আপনি যেটা বললেন কুকুরকে জোর করে পানি খাওয়ানো হচ্ছে শুধুমাত্র ছবি তোলার জন্য, এটা আসলেই বেদনাদায়ক এবং অমানবিক। অবলা প্রাণীর জন্য কে কি করছে সেটা স্বাভাবিকভাবে প্রচার করা যায় বা উৎসাহী করা যায় কিন্তু এভাবে জোর করে কুকুরকে পানি খাইয়ে কি প্রমাণ করতে চায়,ভাবতেই অবাক লাগে।
এখনকার দিনের বেশিরভাগ মানুষ লোক দেখানো কাজ বেশি বেশি করে। প্রকৃতপক্ষে তাদের আসলে কাউকে উপকার করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। বরং যা করে শুধুমাত্র সুনামের আশায় করে। যাইহোক এই ধরনের কাজ দেখলে আসলেই খুব খারাপ লাগে। যে বা যারা এই নিকৃষ্ট কাজটা করেছে, তাদেরকে যদি জোর করে এভাবে পানি খাওয়ানো যেতো,তাহলে খুব ভালো হতো। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।