Nice photography

in #football6 years ago


আর মাত্র কয়েক দিন বাকি ফুটবল বিশ্বকাপের। আয়োজক দেশ রাশিয়া যেমন প্রস্তুতির কমতি রাখেনি, তেমনি বাংলাদেশেও চলছে বিশ্বকাপ ঘিরে হরেক রকম আয়োজন। রাজধানীর ধানমন্ডিতে ‘গেম ইন’ নামের একটি ক্যাফেতে বিশ্বকাপ উপলক্ষে খেলোয়াড়দের গ্রাফিতি আঁকা হয়েছে। এখানে প্রজেক্টরে লাইভ খেলা দেখার সুযোগও আছে।


পাকা আমের ঘ্রাণে ছুটে এসেছে কাঠবিড়ালি। গাছে বসে পাকা আমের স্বাদ নিচ্ছে সে। লুম্বিনী এলাকা, রাঙামাটি।


গুয়াতেমালায় গত রোববার ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনার পূর্বসতর্কতা দিতে ব্যর্থ হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ করে সেখানকার লোকজন। প্রতিবাদের ভাষা হয়ে ওঠে এই মোমবাতি। অগ্ন্যুৎপাতের ঘটনায় এখন পর্যন্ত ১০৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ কমপক্ষে ১৯২ জন। গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা।


বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে কায়রো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে মিসরীয় দলের তারকা মোহাম্মদ ইলনেনি। কায়রো, মিসর।


গুয়াতেমালায় গত রোববার ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনার কোনো পূর্বসতর্কতা ছিল না। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কি না, সেই খোঁজ করছেন স্বজনেরা। গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা।


জি-৭ সম্মেলন উপলক্ষে কানাডায় গিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিচিও ম্যাক্রি (পেছনের সারির ডানে) ও তাঁর স্ত্রীর সঙ্গে জুলিয়ানা আওয়াদা ম্যাক্রি (সামনের সারির ডানে)। তাঁদের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সুফির হাস্যোজ্জ্বল এক মুহূর্ত। কুইবেক, কানাডা।


পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে চেয়ার। আর চেয়ার যাতে চুরি না হয়ে যায়, সে জন্য সঙ্গে রয়েছেন একজন। শাহবাগ মোড় এলাকা, ঢাকা।


প্রখর রোদে মানুষের হাঁসফাঁস অবস্থা। কিন্তু জীবিকার তাগিদে ঘর থেকে বের হতেই হয়। শাহবাগ মোড় এলাকা।


রাজধানীর বেশির ভাগ বাসে পাখা নেই। গরমে অতিষ্ঠ যাত্রীরা। তাই শিশুকে স্বস্তি দিতে ব্যাটারিচালিত ছোট পাখার বাতাস দিচ্ছেন এক মা। শাহবাগ মোড় এলাকা, ঢাকা।


তীব্র গরমে অতিষ্ঠ মানুষ। তাই বেড়েছে হাতপাখার চাহিদা। হাতপাখা ফেরি করে বেড়াচ্ছেন এক হকার। শাহবাগ মোড় এলাকা, ঢাকা।


বাসের বাইরে এভাবে হাত রাখা কতটা ঝুঁকিপূর্ণ সবাই জানে। এরপরও অনেকে সচেতন নন। শাহবাগ মোড় এলাকা, ঢাকা।


বাসে উঠতে ঝুঁকি নিয়ে দুই বাসের মাঝখানে দৌড়াচ্ছেন একজন। শাহবাগ মোড় এলাকা, ঢাকা।


ঈদ উপলক্ষে চাহিদা থাকে বিভিন্ন ধরনের গয়নার। পোশাকের সঙ্গে নকশা ও রঙের সংগতি রেখে তরুণীরা কিনছেন নানা রকমের গয়না। শংকর প্লাজা, ঢাকা।


চার বছর পরপর বিশ্বকাপ এলেই পাড়া-মহল্লায় শিশু-কিশোরদের ফুটবল খেলাও বাড়ে। খুচরা বিক্রেতা সাইকেলের পেছনে ফুটবল বেঁধে নিয়ে যাচ্ছেন। দোয়েল চত্বর, ঢাকা।


রাজধানীর অনেকে সড়কের ফুটপাত হকারদের দখলে। অনেক জায়গায় ত্রিপল টাঙানোর কারণে সিগন্যাল পোস্টও দেখা যায় না। ১৫ নম্বর সড়ক, ধানমন্ডি, ঢাকা।


রামচন্দ্রপুর খালটিতে ময়লা-আবর্জনা ফেলতে ফেলতে বর্তমানে বন্ধ হয়ে ঘাস জমে গেছে। নবোদয় হাউজিং, মোহাম্মদপুর।


ইফতারের আগ মুহূর্তে ফল কিনছে ক্রেতারা। মোহাম্মদিয়া হাউজিং, ঢাকা।

Sort:  

Beautiful article

Protita pic e khub shundor. Ami sick tai upvote dite deri holo.Sorry

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.21
JST 0.038
BTC 96726.08
ETH 3680.24
USDT 1.00
SBD 3.87