বাংলাদেশের ফুটবল

in #football6 years ago

একটা সময় ছিল যখন এদেশের মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করতেন যে আপনার প্রিয় খেলা কোনটি সঙ্গে সঙ্গে একই উত্তর পেয়ে যেতেন সবার কাছ থেকেই সেটা হল ফুটবল। হ্যাঁ আসলেই ফুটবল কারণ তখন ক্রিকেট এত জনপ্রিয় ছিল না। অনেকে তো ক্রিকেট খেলা বোঝেই না। সেই ফুটবলে কিন্তু বাংলাদেশে যে খুব আহামরি একটা দল ছিল তা কিন্তু নয়। কিন্তু যতদূর আমি জানি তা হলো সেই সময় আবহা নি ও মহামেডান অনেক বড় দল ছিল এবং সেই দলে বিদেশ থেকে বড় বড় তারকারা খেলতে আসত।

যেহেতু ওই সময় টেলিভিশন ছিল না তাই বাংলাদেশের মানুষ ঘরে বসে খেলা দেখছে বার্সেলোনা ইংলিশ প্রিমিয়ার লিগ ঘরে বসে এগুলো আমরা দেখতে পারি। কিন্তু তখন জিনিস দেখতে পারতো না এত সুন্দর সুন্দর ইসকিল রাজি উপহার দেয় সেটা যার কারণে মানুষের চাহিদা কম ছিল।

এবং মানুষ যে প্লেয়ারদের খেলা দেখত ওই সময়ে সেটাকেই বেস্ট মনে করত। যেমন উদাহরণস্বরূপ বলা যায় মানুষ হলে গিয়ে সিনেমা দেখত। কারণ এখন যে রকম মানুষ ঘরে বসে ইংলিশ মুভি হিন্দি মুভি অনেক বড় বড় বাজেটের মুভি সে সেই সময়ে এরকম টা ছিল না। প্রযুক্তি আসার কারণে মানুষের চাহিদা বেড়ে গেছে সেই অনুযায়ী আমাদের ফলাফলটা পারিনি মানে প্লেয়ারদের মান সেভাবে বেড়ে যায় নি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.038
BTC 97120.80
ETH 3374.08
USDT 1.00
SBD 3.13