ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের সম্ভাব্য একাদশ

in #football6 years ago

image

ব্রাজিল-আর্জেন্টিনা—এই দুই দলের লড়াই মানেই যেন বিশ্বের কোটি কোটি দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা, রোমাঞ্চ ও বৈরিতার ছড়াছড়ি। দুই দলের খেলোয়াড়রা যেমন মাঠে কেউ কাউকে ছাড় দেন না, তেমনি সমর্থকরাও একে অন্যকে ছাড় দিতে নারাজ। ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াইকে সমর্থকরা সুপার ক্লাসিকো নামেই চেনেন।

অক্টোবরের ১৬ তারিখ, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। কাগজে-কলমের হিসেবে প্রীতি ম্যাচ। তবে দল দুটো যেহেতু ব্রাজিল-আর্জেন্টিনা, সেহেতু ধুন্ধুমার ও ধ্রুপদী এক লড়াই দেখার অপেক্ষাতেই রয়েছে ফুটবল-বিশ্ব।

ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো মাঠে গড়ানোর আগে তাই স্বাভাবিকভাবেই সমর্থকদের মনে কৌতূহল—একাদশে থাকছেন কারা?

সুপার ক্লাসিকোতে মুখোমুখি হওয়ার আগে দু’দলই প্রস্তুতি সেরেছে জয় দিয়ে। ইরাককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা আছে ফুরফুরে মেজাজে। অপরদিকে সৌদি আরবকে ২-০ গোলে হারিয়ে নিজেদের গুছিয়ে নিয়েছে ব্রাজিলও। তবে চিরশত্রুদের বিপক্ষে মাঠে নামার আগে একাদশ নিয়ে চিন্তায় দুই দলই।

দলীয় সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, দু'দলই খেলবে ৪-৩-৩ ফরমেশনে।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর খুব বেশি পরিবর্তন আসেনি ব্রাজিল দলে। নিয়মিত মুখদের ওপরই ভরসা রেখেছেন কোচ তিতে। তবে ২০১৮ বিশ্বকাপের রাউন্ড ১৬-তে বিদায় নেওয়ার পর আর্জেন্টিনা দলে এসেছে একাধিক পরিবর্তন। দলের বাইরে আছেন মেসি, হিগুয়েইন, ডি মারিয়া, অ্যাগুয়েরোরা।

অগ্নিগর্ভ এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে অভিজ্ঞদের পাশাপাশি তাই তরুণদের ওপরও ভরসা রাখছেন অন্তর্বর্তীকালীন দুই কোচ পাবলো আইমার ও লিওনেল স্কালোনি।

ব্রাজিলের বিপক্ষে গোলরক্ষকের গুরুদায়িত্ব পালন করবেন সার্জিও রোমেরো। রক্ষণের দায়িত্বে থাকবেন পাজ্জেলা-ওটামেন্দি-সারাভিয়া-তাগলিয়াফিকোরা। মাঝমাঠ মাতাবেন সেলসো-পারিদেস-প্যালাসিওসরা। আর আক্রমণে থাকবেন পাওলো দিবালা-সিমিওনে-মাউরো ইকার্দির মতো অভিজ্ঞরা।

অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্রাজিল তাদের পূর্ণশক্তি নিয়েই মাঠে নামবে। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ জয়ের পরই কোচ তিতে ইঙ্গিত দিয়েছিলেন সেটা। আর্জেন্টিনার বিপক্ষে একাদশে নেইমার-ফিরমিনো-জেসুস তিনজনকেই দেখা যাবে। সঙ্গে থাকছেন মধ্যমাঠের মনি কোটিনহো-ক্যাসিমারোরা।

হলুদ-নীল শিবিরের রক্ষণের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ মার্সেলো-দানিলো-ফাবিনহো-সান্দ্রোরা। আর গোলরক্ষকের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ আলিসন বেকার।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন (গোলরক্ষক), অ্যালেক্স সান্দ্রো, দানিলো, ফাবিনহো, মার্সেলো, ক্যাসিমারো, ফিলিপে কোটিনহো, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার (অধিনায়ক), রিচার্লিসন।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: রোমেরো (গোলরক্ষক), সারাভিয়া, পিজ্জেল্লা, ওটামেন্দি, তাগলিয়াফিকো, পারিদেস, লো সেলসো, প্যালাসিওস, পাওলো দিবালা (অধিনায়ক), জিওভান্নি সিমিওনে ও মাউরো ইকার্দি।


Vote for vote

Please,
Give me Upvote and comments your post link.
I will also do the same too.

Sort:  

Congratulations @as-abir! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

Award for the number of posts published
Award for the number of upvotes

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @steemitboard:

SteemitBoard Ranking update - Steem Power, Followers and Following added

You can upvote this notification to help all Steemit users. Learn why here!

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.038
BTC 96978.69
ETH 3375.51
USDT 1.00
SBD 3.54