Food review

in #foodphotography7 years ago

সাবলাভার'স...সাবলাভার'স...সাবলাভার'স...লালবাগ...!! 😎👏

লালবাগে ছোট - বড় অনেক রেস্টুরেন্ট। আমার মতে এদের চেয়ে ঢাকা শহরে অনেক বেশি গ্রহণযোগ্য ব্র‍্যান্ড সাবলাভার'স। আর তাদের লালবাগ ব্রাঞ্চে যখন পিৎজার উপর "BOGO" অফার চলে তখন বলতেই হয় "আর কারো বেইল নাই"... 😂

ভরপুর চিজ, মাশরুম, ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ আর পুরুষ্ট নরম ডো এর অনবদ্য কম্বিবেশন তাদের পিৎজা।

৮৯০/- টাকায় আপনি পাচ্ছেন ১২" সাইজের দু'টি পিৎজা। আমার মতে পিৎজার জন্যে ঢাকার মধ্যে এই দামে "বেস্ট ডিল" এখন এটাই। ✌

সমস্যা একটাই, অফার দেয়ার পর থেকেই ব্যাপক ক্রাউড থাকে। কাজেই যারা যাবেন, তাদেরকেই অর্ডার দিয়ে মিনিমাম ৫০ মিনিট অপেক্ষা করতে হবে।

ভালো দিক হচ্ছে, অফার হলেও তাদের খাবারে কোনো কিপটামি নাই। ১২" পিৎজা ৮৯০/- হিসেবে খারাপ ডিল না। তার উপর যদি ২৪" পাওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা। ☺

আমরা সবাই হাইলি সাটিসফাইড। And this offer of Sublover's Lalbagh is highly revommended to all true foodies out there. Will go there again very shortly, In sha Allah.

My Rating : 9.5/1029511429_137481390418697_7689536347567241526_n.jpg

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.040
BTC 98656.44
ETH 3524.63
USDT 1.00
SBD 3.25