ভেজিটেবল পোলাও

in #food7 years ago

উপকরণ

বাসমতি চাল ১কাপ ,
নুন স্বাদমতো ,
ঘি ৫ চামচ ,
মটরশুটি ১/২ কাপ ,
গাজর ১ কাপ কুচোনো ,
কিশমিশ ১২ টা ,
কাজুবাদাম ১০ টা ,
আমন্ড বাদাম ১০ টা ,
বিনস ১/২ কাপ কুচোনো (অথবা ফুলকপি ১/২ কাপ কুচোনো
এলাচ ৪ টে ,
দারচিনি দেড় ইঞ্চি ,
তেজপাতা ২টো ,
লবঙ্গ ৪টে ,
জিরা ১ চামচ ,
গোলমরিচ ৪ টে ,
জল দেড় কাপ।

প্রনালী

কড়াইতে ২ চামচ ঘি গরম করে তাতে মটরশুটি, গাজর, বিনস, নুন দিয়ে ভালো করে ৩মিনিট ভেজে নিতে হবে।আবার ১ চামচ ঘি গরম করে তাতে কাজুবাদাম, কিশমিশ ২মিনিট ভেজে নিয়ে তুলে রাখতে হবে।এবার কড়াইতে ২ চামচ ঘি দিয়ে তাতে জিরা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও বাসমতি চাল ৩মিনিট ভাজতে হবে।এখন কড়াইতে চালের মধ্যে নুন, ভেজে রাখা মটরশুটি, গাজর, বিনস মেশাতে হবে।কড়াইতে জল দিয়ে কড়াই ডেকে দিয়ে মিডিয়াম আঁচে রাখতে হব।১ কাপ চালের জন্য দেড় কাপ জলই যথেষ্ট। কিন্তু অনেক সময় চালের উপর নির্ভর করে থাকে যে কতটা জল লাগবে। তাই দেড় কাপের থেকে অল্প বেশি জল ও লাগতে পারে।১০ মিনিট পর চালের মধ্যে ভেজে রাখা কাজুবাদাম, কিসমিস ও আমন্ড বাদাম মেশাতে হবে।১৫ মিনিট পর ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.21
JST 0.035
BTC 98736.02
ETH 3346.70
USDT 1.00
SBD 3.12