Eating time with my family

in #food7 years ago

Place - #cafe_marine
ইফতার প্যাকেজ - ১
পার্সেল ছিল ৷
টিক্কা মাসালা আর জুসটা ভালো ছিলো খেতে ৷
এবার আসি আসল কথায় ৷ আগে আমি জানতাম যে বিরিয়ানী হল পোলাওয়ের চাল ও মাংস দিয়ে তৈরি একটি খাবার এবং হায়দ্রাবাদী বিরিয়ানী হল বিশেষ ধরনের বিরিয়ানী যেটাতে মাংসের পরিমান আরো বেশি থাকে এবং টেস্ট আরো ভালো হয় ৷
image
কিন্তু আজ বিরিয়ানী সম্পর্কে আমার ধারনা যে কতটা ভুল তা প্রমানিত হল !
& credit goes to #cafe_marine ☺
কোনো প্রকার মাংস না দিয়ে জাস্ট পোলাওয়ের চাল রান্না করে দিলেই যে এটাকে হায়দ্রাবাদী বিরিয়ানী বলে সেটা আমার জানা ছিল না ! আমি ভাবতাম এটাকে প্লেইন পোলাও বলে ! কিন্তু আজ তারা আমাকে আসল হায়দ্রাবাদী বিরিয়ানী চিনিয়েছে ! তাও আবার মাত্র ২৭৫ টাকায় ৷☺
এই প্যাকেজের মেইন আইটেমই ছিল হায়দ্রাবাদী বিরিয়ানী ৷ অনেক আশা নিয়ে প্যাকেজটি নিয়ে ছিলাম ৷ বাসায় এনে এর পরিমান দেখে আকাশ থেকে পড়লাম ! এটা কি ?!!!! এই তিন লোকমা বিরিয়ানীর দাম ২৭৫ টাকা ?!!!! একটু পর আবিষ্কার করলাম এটা যে শুধু পরিমানেই কম তা নয় , এটাতে কোনো মাংসও নেই ! জাস্ট প্লেইন পোলাও ! ☺
রেটিং : প্লেইন পোলাও থুক্কু হায়দ্রাবাদী বিরিয়ানী - 1/10 ☺
ওভার অল - 2/10 ☺
Restaurant মালিকদের খাবারের মান ও দাম নিয়ে আরো চিন্তা ভাবনা করা উচিত ৷
এভাবে বাটপারী করে কামানো টাকা হালাল হয় না ! ☺
শিক্ষা হয়েছে আমার ! আর যাব না #cafe_marine এ ☺

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 102008.61
ETH 3194.25
SBD 5.09