Delicious food ✌✌✌✌

in #food7 years ago (edited)

আমি আর Rupkatha ঈদ এর শপিং এ বের হইছিলাম। পরে Rupkatha বল্লো যে দোস্ত তরে ইফতার করাই কি খাবি। পরে সোনার বাংলার খিচুরি প্যাকেজ এর কথা মনে পরলো। বললাম চল অইটাই খাই। মগবাড়ি চোউমুহুনি গেলাম।
পরে বান্ধুবী তাদের নতুন ৫০ টাকার প্যাকেজ পারসেল নিলাম। দুজন বাসায় এসে খাইলাম।
এক কথায় অসাধারণ।
আলহামদুলিল্লাহ ♥♥
প্লেস : সোনার বাংলা হোটেল
আইটেম : খিচুড়ি (৫০ টাকার প্যাকেজ)
রেটিং: ৯/১০ ( মুরগীর পিস ভালই ছিল দেখার মত। অনেক মজা ছিল আর পরিমান এনাফ ছিল্। আমার মটু বান্ধুবীর নাকি খেতে কস্ট হচ্ছিল।
আমার কথা বাদ দিলাম!)
image
সব্জি পাকোড়া : ৮/১০ ( এক টাকা করে এই পাকোড়া এর থেকে মজা হয়না)
বেগুনী : ৮/১০( ৩ টাকা পিস, ভাই ১০ টাকায় ৪ টা দিল। ধন্যবাদ ভাই)
বিহেভিয়ার : অনেক আন্তরিক ছিল দুইটা ভাইয়া নাম জানিনা। ১০/১০ দিলাম তাদের সুন্দর ব্যবহার আর আন্তরিকতার জন্য)
আবার খাবো ইনশাল্লাহ 👌👌

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 94750.26
ETH 3276.79
USDT 1.00
SBD 3.15