চিংড়ি দিয়ে ব্রকোলি ভর্তা

in #foodlast year

চিংড়ি দিয়ে ব্রকোলি ভর্তা :

prown.jpg

উপকরণ :
ব্রকোলি ৪টা বড় ফুল ,ছোট চিংড়ি আধা কাপ ,পেঁয়াজ কুচি ১টি ,রসুন কুচি ২ কোয়া ,আদা কুচি আধা চা-চামচ , কাঁচা মরিচ ৩টি ,ধনেপাতা ও লবন স্বাদ মতো ,সরিষার তেল ২-৩ টেবিল চামচ।

Brokoli-1.jpg

প্ৰস্তুত প্রণালী :
১. সামান্য লবন দিয়ে চিংড়ি মাছ সেদ্ধ করে নিন। একইভাবে ব্রকোলিও সেদ্ধ করে নিন।
২. পেঁয়াজ,রসুন,কাঁচা মরিচ ও আদা কুচি সামান্য লবন দিয়ে চটকে নিন।
এবার চিংড়ি ও ব্রকোলি চটকে নিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে সবকিছু একসঙ্গে মেখে নিলেই ভীষণ মজার ভর্তা রেডি হয়ে যাবে।

prawn.jpg

এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি দিয়ে ব্রকোলি ভর্তা।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.039
BTC 105476.98
ETH 3402.63
SBD 4.62