Belal bite

in #food7 years ago

Bela Bite এর কাঁপল প্ল্যাটার অবশেষে খেলাম আজ । ২ জনের জন্য যথেষ্ট খাবার। তবে যারা খাদক তাদের জন্য একটু অল্পই মনে হবে। ২ টা প্লেট এ দিয়েছিল। সার্ভিস ও বসার যায়গাটাকে এত ভালো বলতে বলতে পারলাম না। যদিও আমাদের প্রথমে টিস্যু দেয় নাই।

image

কোল্ড কফি ও খাবারের সাথে পরিবেশন করেনি। পরে অবশ্য খাবার শেষে কোল্ড কফি টা দিয়েছিল। যাইহোক, কোল্ড কফি ছারা বাকি আইটেম গুলা অসাধারণ। বিশেষ করে বলবো চিকেন উইংস।
যেমন টেস্ট আর পরিমাণ ও যথেষ্ট এই টাকার মধ্যে।
দাম-২৮০ টাকা
রেটিং- ৭/১০
সার্ভিস- ৬/১০
প্লেস - ৭.৫/১০

Sort:  

healthy food

This comment has received a 0.10 % upvote from @speedvoter thanks to: @rayhanrushi.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98083.48
ETH 3476.77
USDT 1.00
SBD 3.24