Dinner time with my family ✌✌✌

in #food7 years ago

খাটি বাংলা রেস্তোরাঁ,

চকবাজার সিএনজি স্ট্যান্ড।

৭৫ টাকার লাঞ্চ প্যাকেজ। ২ প্লেট ভাতের সাথে ২ পিস বিফ, শুঁটকি ভর্তা, লাউ নিরামিষ, ডাল, সালাদ।

প্রতিটি আইটেম আমাদের মত সাধারণ মানুষ গুলোর জন্য অসাধারণ ছিল। সব চেয়ে আমার ভাল লেগেছে স্পেশালি শুঁটকি ভর্তা আর লাউ নিরামিষ টা। আমি
০৮/১০ দিবো।
image
মাংশ টা খুব ভালো ছিলো ( যদি ও ২পিচ😞😞 অতিরিক্ত ১পিচ হলে আর ভাল হত কি করার আর)

ভাত এর পরিমান বেশ ভাল।

মোট ৩ টি প্যাকেজ রয়েছে। ৫০, ৭৫ এবং ১০০ টাকা।
আমি নিয়েছিলাম ওনাদের ৭৫ টাকার প্যাকেজটি।

পরিবেশ টা ০৭/১০ সবার জন্য ভাল একটা জায়গা।খাবার পর গল্প করেছি কিছু টা সময়।

সার্ভিস নিয়ে কোন কথা হবেনা। আপনারা আপনাদের মান টা ধরে রাখবেন। আর ভাল করলে আর ভাল।

সব চেয়ে বড় কথা সবাই ১০০% দেয়না। আপনাদের চেষ্টা অনেক ভাল লেগেছে। চালিয়ে যান। সুবিধার জন্য মেনু কার্ড টি দিয়ে দিলাম😎😎

সবশেষে
আলহামদুলিল্লাহ। আল্লাহ র রহমতে ভাল একটা দুপুর গেল।

Sort:  

enjoy!

Dear friend, you do not appear to be following @artzone. Follow @artzone and get added to our voting list for valuable up-votes!

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101747.77
ETH 3677.44
SBD 2.55