বিফ ও চিকেন চাপ

in #food7 years ago

যারা চাপ পছন্দ করেন তারা একবার খেয়ে দেখতে পারেন।কম টাকায় এর চেয়ে ভাল চাপ আশা করা যায় নাহ।
আমরা দুইটা চাপ নিয়েছিলাম। আর্ডার করার পর প্রায় ১৫ মিনিট অপেক্ষার পর আমাদের খাবার সার্ভ করা হয়।দেরি হওয়ায় মেজাজ কিছুটা খারাপ ছিল।কিন্তু মুখে দেওয়ার পর মনে হয়েছে অপেক্ষার ফল আসলেই মিষ্টি
এক কথায় কাবাব টা অনেক মজা ছিল।মসলার পরিণাম, স্বাদ একেবারেই নিখুঁত!
আর চাপ এর দাম এর চেয়ে পরিমাণ টা একটু বেশিই মনে হয়েছে কারন ৪ টা লুচি নেয়ার পরও চাপ বেচে গিয়েছিল।
ছবি তে চাপের পরিমান টা ভাল মত বুঝা যাচ্ছে না।কারন রিভিউ দেওয়ার জন্য ছবি তুলি নাই।নাহলে ভাল ভাবে ছবি তুলতাম।খাওয়ার পর মনে হয়েছে রিভিউ দেয়া ফরজ
ওহ আরেক টা কথা,ওদের free wifi ও আছে

image

রেটিং:
বিফ চাপ: ১০/১০
চিকেন চাপ:৯.৫/১০
লুচি:৭/১০
পরিবেশ :৮/১০ডেকোরেশন টা ভালই.
প্রাইস : ১৪০
প্লেস: the roof, uttara

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20