Mukta Biriyani

in #food7 years ago

১৬৫ টাকার গল্প

খিলগাও নামক খাদ্য নগরীর এক একছত্র অধিপতি কে নিয়ে আজকের বকবক।

#প্লেস:মুক্তা বিরিয়ানি হাউজ
🌍লোকেশন:গোড়ান হাড়ভাংগা মোড়, খিলগাও।
🍴আইটেম:
১/স্পেশাল বিফ চাপ উইথ পোলাও:১৪০/=
এই আইটেম নিয়ে নতুন করে কিছু বলার নেই,বহু নামীদামী রিভিউয়ার এ নিয়ে বহু কাব্য করেছেন।

একদম ধবধবে সাদা পোলাও এ ছোট ছোট মটর দানা আর জাফরান এর ছুটোছুটি।এর সাথে ঘন ঝোলে মাখা একপিস পেল্লাই সাইজ এর চাপ এর শেষে পুচকে একটা হাড় এর মোলাকাত।পুরো মাংস জুড়ে মশলার উপস্থিতি।ঝোলে মাখানো পোলাও একটু বীফ আর সালাদ মিশিয়ে মুখে দিলে পুরো ডেডলি কম্বিনেশন।থকথকে ঝোল টার ঝাঁঝালো উপস্থিতি,জাস্ট ওয়াও।

এক্সট্রা রাইস অনলি ২৫ টাকা।

২/বোরহানি:২৫/=
ঝাল থেকে মুক্তি পেতে নিয়েছিলাম একে,ঝাল,টক,মিষ্টির একবারে পার্ফেক্ট মিশ্রন।

রেটিং:স্বাদ:৪.৫/৫ দাম:৫/৫ পরিমান:৪/৫

Sort:  

You got a 55.56% upvote from @steembidbot courtesy of @meanstack!

I can't change the direction of the wind, but I can adjust my sails to always reach my destination.

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.27
JST 0.040
BTC 96764.82
ETH 3446.16
SBD 1.59