Egg fried rice and chicken masala & vegetables

in #food7 years ago

হলিফুডের নতুন প্ল্যাটার।ডেকোরেশন টা অনেক সুন্দর ছিল।সবসময় নতুন কিছু করার তাদের এই প্রচেষ্টা সবসময় প্রশংসনীয়।
আইটেম:এগ ফ্রাইড রাইস,চিকেন মাসালা,ভেজিটেবল কারি।
image
টেস্ট:৯/১০।চিকেন মাসালাতে লবণ একটু বেশি ছিল।আশা করি তারা এটা ঠিক করে নিবে।
সার্ভিস:১০/১০ (সবসময়ের মত)
পরিবেশ:১০/১০।যেহেতু আজকে শুক্রবার ছিল তাই মানুষ ও কম ছিল।পরিবেশটা শান্ত ছিল

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 105027.92
ETH 3262.08
SBD 5.30