lebaniz salad with sauce and chicken fry

in #food7 years ago

লেবানিজ সালাদ: লেটুস পাতা,গাজর আর টমেটু সুন্দর করে একই ডিজাইনে কেটে সাজিয়ে রাখা। ব্যাস।
সস: এ ব্যাপারে কিছু বলার আছে। খাবারের তুলনায় সস অনেক কম। লাইক ৩-৫চা চামচ সস দেয়। এ ধরনের খাবার টেস্ট বাড়ানোর জন্য সস্টা খুবই ইম্পরট্যান্ট। সসটা আমি তেমন কোন মজা পাইনি। খাবার গুলো আলাদা আলাদা ভাবে খেতে ভাল। কিন্তু মে বি সসের কারনে খুব ভাল বলা যাচ্ছে না। যদিও বলার পরে আবার সস এনে দেয়। সসটা অনেক পাতলা ছিল সাথে না ঝাঝ,না টেস্ট। প্লিজ এটায় একটু কাজ করা দরকার।
image
নান: মোস্ট ইম্পরট্যান্ট পার্ট। নান আমার পছন্দ না মোটেও। কেন যেন খু ড্রাই লাগে,গলা দিয়ে নামে না। ১পিস নান দেয়। সফট,মজার। নরমাল প্লেইন নান। চিকেন আইটেম এর সাথে বেশ ভাল লেগেছে।
বিক কাবাব: বিয়ে বাড়িতে যে কাবাবগুল দেয় অনেকটা সেই রকম। আমার কাছে খুব ভাল লেগেছে। কারন এই কাবাব তার প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে।
লাচ্ছি: সিম্পলি
অনেক রিফ্রেশিং। আমরা চিনি কম দিয়ে নিয়েছি। আমার কাছে অনেক ভাল লেগেছে। এট লিস্ট কোল্ড ড্রিনকস এর চেয়ে এটা অনেক হেলদি। এই স্টেপ টা ভাল লেগেছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.25
JST 0.038
BTC 97652.22
ETH 3383.77
USDT 1.00
SBD 3.08