Eating Burger 🍔

in #food7 years ago

তাদের নয়াসড়ক এর কার্টে প্রথম বার আরাবিয়ান সর্মা টা ট্রাই করার পরে পেট মন সন্তুষ্ট হয়ে গেছিলো,
এইবার ছোট বোনকে নিয়ে তাদের বহুল আলোচিত বার্গার টা ট্রাই করতে তাদের নতুন ঠিকানা উপশহরে হাজির।
বেশ আহামরি সাজসজ্জা আর বড় না হলেও সন্ধ্যায় স্নাক্স খাওয়ার জন্য উপযোগী একটা জায়গা।
image
বার্গার টা দেখে কেনো জানি জিবে জল চলে আসছিলো।
এক কথায় পয়সা উসল আইটেম।
তবে প্রেম টা অই সর্মাতেই আটকে ছিলো তাই আসতে পার্সেল করে নিয়ে আসা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.036
BTC 95282.29
ETH 3279.60
USDT 1.00
SBD 3.07