সুজির পায়েস

in #food2 years ago

রুটির সাথে সবাই যে ঝাল পছন্দ করে, তা নয় কিন্তু! অনেকে আছেন যারা পায়েস দিয়ে চালের রুটি খেয়ে থাকেন। রুটি দিয়ে মিষ্টি সুজির পায়েস খেতে অসাধারণ লাগে। কি রেসিপি চাই? দেখে নিন তাহলে এই পায়েস রান্নার রেসিপিটি!

semolina-payesh-700x431.jpg

সুজির পায়েস রান্নার নিয়ম

উপকরণ

সুজি- ১/৪ কাপ
ঘন তরল দুধ- ১.৫ কাপ
চিনি- ৫টেবিল চামচ
এলাচি- ২টা

১. একটি পাত্রে প্রথমেই চিনি ও এলাচি সহ ঘন করে রাখা দুধ জ্বাল দিয়ে নিন।

২. আর অপর একটি সস প্যান-এ সুজি নিয়ে তা মৃদু আঁচে ভাজতে থাকুন।

৩. যখন সুজি ভাজা হয়ে লাল লাল হয়ে যাবে, তখন এতে চিনিসহ জ্বাল দেয়া দুধ ঢেলে দিন।

৪. এবার মৃদু আঁচে ভালোমতো জ্বাল দিতে থাকুন যাতে পাত্রের তলায় সুজি না লেগে যায়।

৫. যখন সুজি ফুটে উঠবে, তখন চুলা থেকে নামিয়ে ফেলুন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68140.53
ETH 3250.90
USDT 1.00
SBD 2.65