Samucha

in #food7 years ago

শায়েস্তা খানের আমলের খানার রিভিউ😆:
অবিশ্বাস্য 😱😱 মাত্র ১টাকা😱😲??
১টাকায় ৮মণ চাল পাওয়া না গেলেও ১টাকায় পিঁয়াজু, বেগুনী,আলুরচপ,সব্জিচপ এখনো পাওয়া যায়😍😍
আর এই খানা খাইতে আপনাকে টাইম মেশিন দিয়ে শায়েস্তা খানের আমলেও যাওয়া লাগবেনা।
গরম গরম ছোটখাটো কিউট বস্তুগুলা মুখে পুরবেন আর পেটে চালান করবেন😍 আহহ....😊
আবার বইলেন না যে এত সস্তা নিশ্চই মরা সবজি দিয়ে বানাইছে😆😂😜(সস্তা হইলেই অনেকে সবকিছু মরা জিনিসের তৈরি বানানো ভেবে বসে😡😒)
দাম:পিঁয়াজু,বেগুনী,আলুরচপ,সবজিচপ প্রতি পিস ১টাকা✌
লোকেশন:মোগলটুলি,খাজা আজমেরি স্কুলের দিকে যাইতে হাতের ডানে,মোগলটুলি বাই রোড দিয়ে সামনে এগিয়ে গেলে হাতের ডানে। মোস্তফা ভাতঘর/ঝাল বিতান
বিহেভিয়ার:তারা খালি হাসে😆😆😂😂 (মনেহয় আমাদের খুশি দেখে তারা হাসিরোগে আক্রান্ত😂)

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103568.60
ETH 3312.61
SBD 5.99