Pasta and Burger

in #food7 years ago

অনেক রিভিউ দেখে অবশেষে চলেই গেলাম YM Food Factory তে। গিয়ে আমার কষ্ট উসুল হলো। পাস্তা টা কিন্তু আসলেই সেই হয়েছে।মুখে দেয়ার পরেই মনে হলো মেয়নেজ এ যেন মুখ আর খুলতেই চায় না। আর পাস্তাটা আসলেই "সেই সেই"😜. আর দামও অনেক কম। আসলেই এত কম দামে পাস্তা আর বার্গার পাওয়া যায় না। পাস্তা টা ১ জনের জন্য যথেষ্ট।
পাস্তা: ৯/১০
বার্গার: ৭/১০
লোকেশন: দনিয়া কলেজের পাশে UCB Bank এর উল্টা পাশেই শনির আখড়া
ব্যবহার :৯/১০ ভাইয়া এমনেই অনেক অমায়িক, তার মধ্যে আমার ইউনিভার্সিটি এর বড় ভাই😍

Sort:  

You have received an upvote from @nicestbot. I am an automated curation bot trying to make minnows happy.

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96418.85
ETH 3444.11
SBD 1.55