Lunch at Aangan

in #food7 years ago

৩০+ বুফে আইটেম মাত্র ৩৯৯ টাকায় , ডিনার কিনবা লাঞ্চে ।
কম টাকায় বুফে আর ফ্রেন্ডের ট্রিট দেওয়ার জন্য আমি Aangan ,Khilgoan কে পারফেক্ট বলব।
Pros : এখানে না খাওয়ার মত আইটেম নেই আর আজেবাজে আইটেম রাখে নাই। আমি তাদের খাবার এর মান ও স্বাদ এ সন্তোষ।
রিফিল নিয়া যদি কথা থাকে তাহলে বলব ভাই,পিক এর দিকে দেখেন এটা রিফিল এর পর ই তুলা। পানি ও চা আনলিমিতেড ।
Cons : সব লোবাজেট বুফে এর মত ১ টি প্লেট নেওয়া যাবে।কোক গ্লাস প্রতি আলাদা । ডেজাট এ আইসক্রিম ১টী স্কুপ।
রেটিং : প্রাইস অনুযায় ৮/১০ এ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96721.23
ETH 3463.08
SBD 1.56