Best food ever

in #food7 years ago

প্লেস - Tradition BD
আইটেম - বীফ তেহারি
প্রাইস - ৩১৫/- (১ পার্সন প্রাইস)
কাচ্চির জন্য # Tradition BD সব সময়ই বেস্ট আমার মতে, কিন্তু এবার তার সাথে নতুন করে যোগ হলো তাদের বীফ তেহারি। অাহ্ খেতে যেমন টেস্টি ছিল মাংসও ছিল তেমন অনেক। প্রতি লোকমায়-ই মাংস পেয়েছি তাই খেতে আরও ভালো লেগেছে। আমরা ২ জন

image

গিয়েছিলাম কিন্তু তাদের ২ জন এর কোনো প্যাকেজ ছিল না, ১/৩ জন এর প্যাকেজ। আমাদেরকে বলা হলো যে আমরা যদি ১ জন এর প্যাকেজ নেই তাহলে আমরা ২ জন ভরপুর খেতে পারবো, তো আমরা তাই করলাম। এবং সত্যি আমরা সেই ১ জন এর প্যাকেজ ২ জন অনায়েসে ভরপেট খেতে পেরেছি।
রেটিংস --
টেস্ট - ১০/১০
কোয়ান্টিটি - ১০/১০
প্রাইস - ৯/১০
সার্ভিস - ১০/১০
এনভায়রনমেন্ট - ৮/১০

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.039
BTC 105085.30
ETH 3334.33
SBD 4.28