হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি। আজকে একটু ফটোগ্রাফি পোস্ট করতে চলেছি।খাবারের ফটোগ্রাফি আসলেই দারুণ।দেখতে খুব সুন্দর হয়।আসুন তাহলে দেখি কেমন লাগে আমার ফটোগ্রাফি।আগের পোস্টে কয়েকটি খাবারের ফটোগ্রাফি করেছিলাম।খাবার এমন একটা জিনিষ যেটা শুধু খেতে সুস্বাদু হলেই আজকাল আর চলে না,দেখতে ও খুব ভালো হওয়া যাই।তাই এখন অনেক সুন্দর সুন্দর করে খাবার সাজিয়ে পরিবেশন করা হয়।
আলোকচিত্র:০১: ভেজ বিরিয়ানি ও পনির মাসালা |
barbeque nation এর একটি সুস্বাদু খাবার হলো এই ভেজ বিরিয়ানী আর সঙ্গে পনির মাশালা।দুটোই ভেজ আইটেম।তবে খেতে দারুণ।খুব কম খেয়ে থাকি এই টাইপের খাবার।তবে বেশ ভালোই লাগে।
আলোকচিত্র:২ :ওয়াটার মেলন mojito |
বার্বিকিউ নেশন এই ড্রিংকস টা ভীষণ ভালো তৈরি করে।কাবাব এর সঙ্গে একটু চুমুক দিতে পারলে এই পানীয় তে দারুণ লাগে।আমি এই পানীয় টা খেতে অনুরোধ করলাম।
এই একটা খাবার যা সন্ধ্যায় পাড়ার মোড়ে মোড়ে পাওয়া যায়।আর লোকজন বিশেষ করে মহিলারা খুব পছন্দ করে এই খাবার।মাঝে মধ্যে আমার ও খুব ভালো লাগে এটা খেতে।তবে সবসময় নয় একদমই।
আলোকচিত্র:০৪: গন্ধরাজ চিকেন মোমো |
গন্ধরাজ লেবুর ফ্লেবার মিশিয়ে তৈরি এই চিকেন মোমো টি এককথায় অসাধারণ।স্বাদে আর গন্ধে খুবই ভালো খেতে।diamond plaza তে এই আইটেম টি খেয়ে খুব ভালো লেগেছিলো।
আলোকচিত্র:০৫:কোল্ড ড্রিংকস ও ফ্রেঞ্চ ফ্রাই |
স্টার্টার আইটেমের মধ্যে এটা আমার খুবই ভালো লাগে।দাম কম আর খেতে ও ভালো।অল্প সময়ের কিছু খেতে চাইলে এমন খাওয়াই যায়।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
Support
@heroism Initiative by Delegating your Steem Power
ধন্যবাদ।সবাই ভালো থাকবেন। |
|| Community Page | Discord Group ||
Beauty of Creativity.
Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord
একেবারে সত্য কথা দাদা। এখন আর শুধু স্বাদে হলে চলে না। খাবার গুলো দেখতেও বেশ দারুন হওয়া চাই। ঐ যে ঐ কথার মত আর কি প্রথমে দর্শনধারী, পরে গুন বিচারী। বেশ প্রিয় কিছু খাবারে ফটোগ্রাফি আজ শেয়ার করলেন দাদা। বিশেষ করে ফুচকা দেখে তো আর বসে থাকতে পারছি না।
বাহ্! খাবারের ফটোগ্রাফি গুলো তো বেশ লোভনীয় লাগছে দাদা। এগুলোর মধ্যে ভেজ বিরিয়ানি, ফুচকা এবং মোমো আমার সবচেয়ে বেশি পছন্দ। ট্রানজিটের সময় সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে ভেজ বিরিয়ানি খেয়েছিলাম বেশ কয়েক বছর আগে। সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। যাইহোক এমন মুখরোচক খাবারের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
অনেক মজার মজার খাবার দেখলাম। সব থেকে লোভনীয় খাবার ছিলো ফুচকা। যেটা সন্ধার পরে পাড়া মহল্লার অনেক জাগায় পাওয়া যায়। যতই পেট ভরা থাকুক ফুচকা পেলে পেটে খিদা লেদে যায়,হা হা হ। এছাড়া সব গুলোই দারুন হয়েছে। ধন্যবাদ।