Big Burger....amazing ✌✌✌✌

in #food7 years ago

লোকেশন :আলমস কফিনেশন

আইটেম ১. আলমস স্টেক বার্গার
প্রাইস -৭০ টাকা
রেটিং - ৮.৫/১০
স্টেকটা আমাদের সামনেই করেছে। ১০ মিনিটের মত লেগেছে অর্ডার দেয়ার পর। ফ্রেস ছিলো। আর বার্গারের ভিতরের মেয়নেজটা যাস্ট ইয়াম্মিইইই ছিলো।

আইটেম ২. বারবিকিউ বার্গার
প্রাইজ -৭০ টাকা
রেটিং -৯/১০
বারবিকিউ এর ফ্লেবার ছিলো এটাতে আর বাকিসব আগের বার্গারের মতই তবে আমার এইটা বেশি ভালো লেগেছে।
image
চকোব্লাস্ট আর স্ট্রবেরি মিল্কশেকের অনেক রিভিউ আছে এই গ্রুপে তাই নতুন করে কিছু লিখলাম না এগুলো নিয়ে। তাদের স্ট্রবেরি মিল্কশেকটা মাইমেনসিংহে বেস্ট। আমি যতবারই যাই, এইটা ট্রাই করি।

সার্ভিসিংও বরাবরের মতই ভালো। খাওয়ার পর ভাল লেগেছে কিনা জানতে চেয়েছে।

তবে স্পেসটা যদি বাড়াতে পারতো তাহলে আরও ভালো হতো। আশা করি স্পেসটা আরও বাড়বে পরে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 95361.20
ETH 3282.78
USDT 1.00
SBD 3.29