অজানা এক ফুল

in #flower17 days ago

মিনি স্কুল থেকে রাস্তা দিয়ে ফিরছিল। স্কুল ছুটি হওয়ার পর একা একা ও এই রাস্তা দিয়ে প্রতিদিন আসে। রাস্তার দুই ধারে কখনো ছোট ছোট ঘরবাড়ি আবার কখনো ক্ষেত। ওর অনেক ভালো লাগে এই রাস্তা দিয়ে হেঁটে আসতে। কিছুদূর যাওয়ার পর বাড়ির প্রায় কাছাকাছি আসতে একটি ছোট্ট বাগান পড়ে। ওটা কারোর বানানো বাগান না একটা প্রাকৃতিকভাবে বেশ কিছু এক জায়গায় অনেকগুলো গাছপালা হয়ে আছে। ওখানে বিভিন্ন ধরনের বনফুল ফোটে। আর তাছাড়াও জবা, বেলি, বকুল ইত্যাদি ফুল গাছ রয়েছে। কে লাগিয়েছে বা কিভাবে হয়েছে কেউ জানে না তবে ওখানে এক জায়গায় অনেকগুলো গাছ রয়েছে।

20230625_100724.jpg

ফুলে ফুলে জায়গাটি ভরে থাকে। প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনি বকুল ও বেলি ফুল খুটে নিয়ে যায়। সেই ফুল দিয়ে ও মালা গাথে। ঠিক এমনই একদিন মেয়ে নিয়ে রাস্তা দিয়ে ওই বাগান পার হচ্ছিল। বকুল ফুল করতে গিয়ে লক্ষ্য করল বকুল গাছের ঠিক পাশে বেশ কিছু জায়গা জুড়ে এক অন্যরকম ফুলের গাছ। গাছগুলো ছোট ছোট হলুদ রঙের ফুলে ভরে আছে। আর খুব মিষ্টি সুবাষ। মিনি এই ফুল আগে কখনো দেখেনি।

ডিভাইসস্যামসাং এস ২১
ফটোগ্রাফার@surzo
লোকেশনকক্সবাজার, বাংলাদেশ

মিনির ফুল গুলো দেখে অনেক ভালো লাগলো। সে নিচে পড়ে থাকা দুই তিনটা ফুল করিয়ে নিল। আর গাছ থেকেও একটি ছিঁড়ে নিল। একেবারে হলুদ হলুদ ফুলগুলো আর মিষ্টি সুবাস। হয়তো কোন বনফুল। তবে দেখতে দারুণ সুন্দর। কিছু বকুল ফুল আর বেলি ফুল এবং সাথে ওই নতুন ফুল নিয়ে মিনি বাড়ির দিকে চলে গেল। আজ এক নতুন ফুল দেখে মিনির অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.24
JST 0.033
BTC 92921.50
ETH 2474.89
SBD 0.66