আমার করা কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
১৫ ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ।
২৫ ই মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ ।
|
---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
ভিন্ন কালারের জবা। আমার কাছে বেশ ভালো লেগেছিলো ,তাই ছবি তুলে নিলাম। আমার ছাদে একটি লাল টুকটুকে লাল জবা রয়েছে। আমার বেশ পছন্দের কালার।
বাগান বিলাস ফুল। আমি লাল কিংবা রানী গোলাপি বাগান বিলাস দেখেছি কিন্তু হলুদ কালার আর আগে কখনো বাগান বিলাস দেখা হয়নি। একটু ভিন্ন কালার দেখে ছবি তুলে নিলাম।
এই ফুলটার নাম জানি না ,তবে পাতাগুলো অনেকটা জাম পাতার মত লাগছে। ফুলের কালারটা বেশ সুন্দর।
এই ফুলটার নাম না বলেও সকলে আপনারা চিনবেন। গোলাপ ফুল নিয়ে আর বেশ কিছু না বললেও চলবে।
ভিন্ন কালার গোলাপ।
গোলাপের কালার কিংবা প্রজাতি বলে শেষ করে যাবে না। অনেক অনেক প্রজাতি রয়েছে।আমার বাসায় লাল একটি গোলাপ গাছ ছিল ,কিন্তু এখন আর ফুল ধরে না।
যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | flower |
link | source |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপু প্রথমে বলবো এখন এই সময়ে ফুল কম ফোটে বলা যায় বসন্তের কিছু ফুল ছাড়া ফোটে না ৷ আপনি নার্সারি থেকে বেশ সুন্দর কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছেন ৷ জবা, ভিন্ন রং এর গোলাপ ৷ সবমিলে প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ৷ অনেক ধন্যবাদ আপু এমন সুন্দর একটি ফটোগ্রাফি ব্লগ শেয়ার করার জন্য ৷
মাহে রমজান নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন, সত্যিই রমজান উপলক্ষে কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো।এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন নার্সারিতে গিয়ে। যেহেতু শীত চলে গিয়েছে আস্তে আস্তে গরম কাল চলে এসেছে তাই শীতকালীন ফুলগুলো এত বেশি নেই। সেজন্য নার্সারিতে বেশি ফুল গাছ ছিল না। যাইহোক আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে। আসলে আমার কাছে যে কোন কিছুর ফটোগ্রাফির থেকে ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লাগে। ভীষণ ভালো লাগলো ফুলের ফটোগ্রাফি গুলো।
রিক্সার টায়ার ফেটে যে উল্টে পড়ে যান নি এটা আপনার কপাল😁।তবে গাছ কিনতে যাওয়ায় আপনার দেখছি প্রচুর বিড়ম্বনা হাহা।তবে ফটোগ্রাফি গুলো শেয়ার করে একটু হলেও সেই কষ্ট লাঘব হয়েছে আশা করি😁। আর ফটোগ্রাফি গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে।
নার্সারিতে বেশ অনেকদিন যাওয়া হয় না। নার্সারিতে গেলে বেশ অনেক ধরনের ফুল দেখা যায় তাদের সম্পর্কে জানা যায়। ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন আপু। সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
এই সময় নার্সারিতে ফুলের সংখ্যা অনেক কম। তাই তো আপনি নার্সারিতে গিয়ে ফুল কম দেখতে পেয়েছেন এবং অবাক হয়েছেন। আসলে শীতের সময় যেসব ফুল পাওয়া যায় সেগুলো অনেকটা কমে এসেছে। যাইহোক আপু আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন।
দীর্ঘ দুই মাস যাবত খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি এই কমিউনিটিতে দেখে চলেছি। আসলে ফুলের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে সেটা উপভোগ করতেও ভালোবাসে। আপনার করা ফুলের ফটোগুলো সুন্দর ছিল আপু। খুব সুন্দরভাবে শেয়ার করেছেন আমাদের মাঝে।
আসলে নার্সারিতে তখন গাছ ছিল, কিন্তু আপনাকে দেয়নি। আপনি নাকি গাছ নিয়ে মেরে ফেলে দেন বাঁচাতে পারেন না এই জন্য।😂😂
কিছু কিছু ফটো একটু ঘোলা এসেছে। তবে বাকি বেশ কয়েকটা ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। বিশেষ করে গোলাপি রঙের গোলাপ ফুলটা অসাধারণ লাগছে দেখতে।
এই সময় ফুল একটু কম ফোটে। শীতের সময় ফুল বেশি ফোটে । নার্সারিতে গিয়ে খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।