The photography of flower.ফুলের নাম : কচুরিপানা ফুল

in #flower5 months ago

কচুরিপানা: জলমগ্ন প্রকৃতির সৌন্দর্যের এক নিরব সাক্ষী।"
কলমাকান্দা ❤️

01.jpg

কচুরিপানার ফুল সাধারনত ফোটে অক্টোবর থেকে জানুয়ারি মাসে। কচুরিপানার একটি পুষ্পবৃন্ত থেকে ৮-১৫ টি আকর্ষণীয় ছয় পাঁপড়ি বিশিষ্ট দৃষ্টিনন্দন ফুলের থোকা বের হয়। খুবই হালকা বেগুনি ছয়টি পাপড়ির মধ্যে ঠিক উপরেরটিতে ময়ূরের পালকের মত নীল রংয়ের নকশা থাকে। তার মাঝে হলুদ রঙের একটা তিলক। ফুলটিতে কোনো ঘ্রাণ না থাকলেও এর সৌন্দর্যের আকর্ষণ একেবারেই অগ্রাহ্য করার উপায় নেই। কচুরিপানা দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশের প্রাদেশিক ফুল।

02.jpg

ফুলের নাম : কচুরিপানা ফুল
Picture cradit by SABBIR , PHONE: Redmi 12 pro 5G

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.029
BTC 81211.65
ETH 1552.22
USDT 1.00
SBD 0.74