Dahlia flower
বাসার ছাদে ও বারান্দায় টবে ডালিয়া ফুল চাষের পদ্ধতি ও ডালিয়া ফুল গাছের যত্ন। সহজেই আপনার ফ্ল্যাটের বারান্দায় বা ছাদে অল্প স্থানে চাষ করুন শীতের ফুল ডালিয়া।
এই ফুল খুব অল্প সময়ে এমন কি মাত্র মাস খানেক সময়ের মধ্যে ফোটানো সম্ভব। নার্সারি থেকে ভালো চারা এনে টবে রোপন করে যত্ন নিলে মাস খানেক পর থেকেই ফুল ফুটতে শুরু করবে এমন কি ভালো জাত হলে মার্চ পর্যন্ত ফুল ফোটে।
Picture collected.