বাংলার মানুষ ভালো নেই

in আমার বাংলা ব্লগ6 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

flood-965092_1280.jpg

ছবির উৎস

আজকে কোন টপিক নিয়ে লিখতে চলেছি এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা।বাংলার মানুষের পিছনে একের পর এক বিপদ যেন লেগেই আছে। একদিন স্বাধীনতার লড়াই,একদিন বেঁচে থাকার লড়াই,একদিন নিরাপত্তার লড়াই।একের পর এক লড়াই করেই প্রত্যেককে বেঁচে থাকতে হচ্ছে।পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার হাজার ইচ্ছে সত্ত্বেও লড়াই করেই যেতে হচ্ছে বাঙালিদের একের পর এক।

আপনারা সবাই ইতিমধ্যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জেনেছেন।বন্যাকবলিত জনগণের দুর্ভোগের কয়েকটি ভিডিও দেখে যেন স্থবির হয়ে যেতে হয়।মানুষের জীবন কতটা অনিরাপত্তার মধ্যে।বন্যা কবলিত এলাকার বাসিন্দারা রাতে হয়তোবা শান্তির ঘুম নিয়ে ঘুমাতে গিয়ে সকালে দেখে তাদের অনেকেই আর নেই।একটি দমকা হওয়ার মতো তাদের জীবনটা উলট পালট হয়ে গিয়েছে।বিশেষ করে অবলা পশুর নিস্তব্ধ কান্না যেটা অনেকটাই কষ্টের।বেশ কয়েকটি এলাকায় বন্যা দেখা যাচ্ছে সেখানে হাজার হাজার অবলা পশুর মৃত দেহ গুলো ভেসে উঠছে বন্যার পানিতে।

আজকে ফেসবুকে একটি ভিডিও দেখে খুব খারাপ লাগলো।একটি লোক মারা গিয়েছেন তাকে মাটি দেওয়ার জন্য এখন সাড়ে তিন হাত জমির প্রয়োজন । অথচ বন্যায় পুরো এলাকায় অথৈ পানি।তাই অন্য এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে ট্রলারে করে তাকে সমাধিস্থ করার জন্য।এই দুর্বিষহ সময়ে যারা মারা যাচ্ছেন তাদের অনেকের লাশ ও আর পাওয়া যাচ্ছেনা ভেসে এক স্থান থেকে আরেক স্থানে চলে যাচ্ছে।

গতকাল বন্যার পরিস্থিতির জন্য একজন লোক তার মা কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে রেখে আসেন।তারপর তার বাবাকে আনতে যান আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার উদ্দেশে কিন্তু গিয়ে দেখেন তার বাড়ি ভেসে গিয়েছে।আর বাড়িতে ঘরের মধ্যে ছিলেন তার বাবা।আদৌ তার বাবাকে আর কখনো পাবেন কিনা সেটা জানা নেই।বাংলার মানুষের দিনগুলো খুবই ভয়াবহতায় কাটছে।একের পর এক ট্র্যাজেডিতে মানুষ হারাচ্ছেন তাদের প্রিয়জন।দেশের অর্থনীতি থেকে শুরু করে সকল পর্যায়ের লোকজন হয়ে পড়ছেন ক্ষতিগ্রস্ত।বিশেষ করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের জীবন কাটছে সংকটময় ভাবে। কখন কি হবে সেটা কেউ জানেনা।বাচ্চা,বৃদ্ধদের জন্য এই অবস্থাটা খুবই ভয়ানক।

সৃষ্টিকর্তা বাংলার মানুষকে ভালো রাখুক এটাই দোয়া করি।সব পরিস্থিতি দ্রুত মোকাবেলা হোক।সোনার বাংলার সোনার মানুষের মাতৃভূমি আবার সবুজ হয়ে উঠুক।সকল অশুভ শক্তির বিনাশ ঘটুক একে অন্যের সাথে অসুস্থ প্রতিযোগিতা মূলক দ্বন্দ্বে না জড়িয়ে বন্ধু হয়ে সবাই সবার পাশে থাকুক।অস্থায়ী জীবনটাই কোনো ধরনের বৈষম্যে না জড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার চেষ্টা করি সবাই।এমতাবস্থায় আমাদের সবার উচিত একে অন্যের জায়গা থেকে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সাহায্য,নিরাপত্তা নিশ্চিত করতে যারা উপকূলীয় এলাকার বাইরে রয়েছি।সর্বোপরি দ্রুত বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করি।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 22th,Auguest,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

সত্যি আপু আমাদের বাংলাদেশের উপর দিয়ে একটার পর একটা ঝড় যাচ্ছে। আর সেই ঝড়ে সবাই প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে বেঁচে থাকার জন্য। বর্তমানে খুব মহামারী আকারে আমাদের দেশে অনেক জেলা ভয়ংকর বন্যা ধারণ করেছে। আমিও গতকাল নিউজ দেখতে পেলাম অনেক পশু প্রাণী ভেসে যাচ্ছে। দেখে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। আর তাদের সাথে সাথে কত মানুষ আর ঘর বাড়িও যে ভেসে যাচ্ছে আল্লাহু জানে। আল্লাহ আমাদের সবাইকে এ মহামারি ভয়ংকর বন্যার কবল থেকে হেফাজত করুক।

 6 months ago 

জি আপু,ধন্যবাদ।

 6 months ago 

এই সময় আমাদের উচিত যেভাবেই পারি তাদের পাশে দাঁড়ানো। যতটুকু সাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তাদের ভয়াবহ দৃশ্য গুলো দেখলে চোখে জল চলে আসে। এক মুহূর্তের মধ্যে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। নিজের অস্তিত্বটুকুও ছেড়ে দিয়ে নিঃস্ব হয়ে ঘুরে বেড়ানো কতটা কষ্টের বন্যার্তদের খারাপ মুহূর্ত গুলো দেখলেই বুঝতে পারা যায়।

 6 months ago 

জি ভাইয়া একদম,ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আসলে বর্তমানে বন্যার পরিস্থিতি নিয়ে সবাই বেশ চিন্তিত। অনেক জায়গাতে অতিরিক্ত বন্যার পানি দেখা যাচ্ছে। হ্যাঁ ওই দিন শুনেছি একটি লোক তার মাকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে রেখে গিয়ে দেখে তার ঘরবাড়ি ও নাই বাবাও নাই। তবে তার বাবাকে পাবে কিনা সেটা উপরের আওলা জানে। সত্যি বলতে আমাদের ফেনী জেলা ও অনেক বিপদে আছে। আর সবাই সবার জন্য দোয়া করা দরকার। আল্লাহ যেন এই বন্যা পরিস্থিতি থেকে সবাইকে রক্ষা করে।

 6 months ago 

জি আপু,ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

বর্তমানে বন্যা পরিস্থিতির কথা ভেবে সত্যিই অনেক খারাপ লাগছে আপু। একটার পর একটা ঝামেলা যেন লেগেই আছে। কেউ ভালো থাকতে পারছে না। আশা করছি সব সমস্যা খুব দ্রুতই শেষ হবে। সবার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই আপু।

 6 months ago 

জি আপু একটার পর একটা প্রবলেম লেগেই আছে,ধন্যবাদ।

 6 months ago 

বন্যার জলে মৃত প্রাণীদের দেহ ভেসে যাওয়ার যে ভিডিওটা, ওটা আমিও দেখেছি। অনেক খারাপ লেগেছে আমার আসলে ভিডিওগ্রাফি টা দেখে। তাছাড়া আপনার পোস্ট পড়ে ভিতরের অনেক তথ্য জানতে পারলাম, যেগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়নি। যাইহোক, বাংলাদেশের মানুষের জন্য আমার অনেক প্রার্থনা রইলো। আশা করি, আস্তে আস্তে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে।

 6 months ago 

জি ভাইয়া,খুবই খারাপ অবস্থা বন্যা পরিস্থিতি।

 6 months ago 

বর্তমানে বন্যা পরিস্থিতি খুবই চরম পর্যায়ে চলে গিয়েছে।খবর গুলো দেখলে খুব ই খারাপ লাগে।এমতাবস্থায় আমরা যারা ভালো আছি সকলের উচিত বন্যা দূর্গতদের পাশে দাঁড়ানো।আমি নিজেও সাহায্যের হাত বাড়িয়েছি।আশাকরি সবাই সবার নিজ নিজ জায়গা থেকে সাহায্য সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন।ধন্যবাদ আপু চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

জি আপু একটু আগেই একজন বাচ্চার মৃত দেহ দেখালো বন্যায় মারা গেছে।

 6 months ago 

আপু আপনি বর্তমান পরিস্থিতি নিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন বাংলার মানুষ আজ যেন ভালো নেই। এইতো বন্যার এই পরিস্থিতিতে বর্তমানে ১২ টি জেলা ডুবে গিয়েছে। সত্যি বিষয়টা খুবই দুঃখজনক। তবে আশা করছি খুব দ্রুতই সেটা ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ আপু ফেসবুকে আমিও দেখেছি । একটা মানুষ মারা গিয়েছে তাকে মাটি দেওয়ার মতো স্থান তারা খুঁজে পাচ্ছে না । সত্যিই এগুলো দেখলে চোখে জল ধরে রাখা যায়। যাই হোক পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66