বুফে রুপচাঁদা মাছ ভাজি খেতে অসাধারণ স্বাধ লেগেছে ।।

in #fish3 months ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

সুস্বাদু খাবারের প্রতি রসনা তৃপ্ত করতে বুফে খাবারের কোনো তুলনা নেই। আর যদি সেই মেনুতে থাকে রূপচাঁদা মাছ ভাজি, তাহলে স্বাদের আনন্দ হয়ে ওঠে দ্বিগুণ! সম্প্রতি এক বুফে রেস্টুরেন্টে রূপচাঁদা মাছ ভাজির স্বাদ গ্রহণের অভিজ্ঞতা সত্যিই মনে রাখার মতো।

IMG20250204203913.jpg

রূপচাঁদা মাছের মাংসল গঠন, মৃদু লবণাক্ত স্বাদ ও ভাজায় খাস্তা পরত এক অনন্য স্বাদ তৈরি করে। রেস্টুরেন্টের শেফ দক্ষতার সঙ্গে এটি মশলা মাখিয়ে ভাজেন, যাতে মাছে কোনো অতিরিক্ত গন্ধ না থাকে এবং প্রতিটি কামড়ে যেন এক অনবদ্য স্বাদ অনুভূত হয়।
IMG20250204203908.jpg

গরম গরম পরিবেশিত এই মাছের সঙ্গে ছিল লেবুর রস ও বিভিন্ন সস, যা স্বাদের মাত্রা আরও বৃদ্ধি করেছে। যারা মাছ ভালোবাসেন, তাদের জন্য এটি ছিল নিঃসন্দেহে এক দুর্দান্ত উপভোগ্য খাবার।
বুফেতে সাধারণত বিভিন্ন ধরনের খাবার পাওয়া গেলেও, রূপচাঁদা মাছ ভাজি যে এতটা মুখরোচক হতে পারে, তা হয়তো অনেকেরই জানা ছিল না।

IMG20250204203905.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

রূপচাঁদা মাছ ভাজির এই অতুলনীয় স্বাদ দীর্ঘদিন মনে থাকবে। যারা এখনো এটি আস্বাদন করেননি, তারা পরবর্তী বুফে ভ্রমণে অবশ্যই এটি ট্রাই করতে পারেন। একবার খেলে এর স্বাদ ভুলে যাওয়া কঠিন!

ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93922.24
ETH 1799.51
USDT 1.00
SBD 0.86