'সাধারণ শিক্ষাই নয়, নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার'

in #file6 years ago

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে শুধু সাধারন শিক্ষাই নয়, নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে। যে কারনে আজ স্কুল-কলেজের ছেলেমেয়েরা একুশের চেতনায় বড় হচ্ছে।

শনিবার বেলা সাড়ে ১২টার সময় সদর উপজেলা চত্ত্বরে আয়োজিত শিক্ষা উপকরন ও ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোমমহান'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্ল্যা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র প্রমূখ।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এডিপি এবং জাইকার সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সদর উপজেলা কয়েক হাজার ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
images.jpg
source

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 99341.76
ETH 3285.44
USDT 1.00
SBD 3.05