ডুমুর ভাজা রেসিপি 🥰

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20240813_114114.jpg

আমরা সকলেই জানি ডুমুর ফলে রয়েছেন অনেক পুষ্টিগুণ।ডুমুরফল কে জান্নতি ফল বলে থাকে মুসলিম ধর্মে।
ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকা খুব জরুরি।
হাড় শক্তিশালী করে হাড়ের যত্নের ডুমুর বেশ কার্যকর
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ডুমুর। ডুমুর নানান ভাবে রেসিপি করে খাওয়া যায়। আমার ডুমুর খুব ভালো লাগে খেতে।আমার সব থেকেক বেশি ভালো লাগে ডুমুরের চাটনি খেতে।

আমি ডুমুর কখনো সবজির সাথে।কখনো বা চাটনি করে ও আলুর মতো কুচি কুচি করে খেয়ে থাকি।পাশের বাড়ির এক কাকা কিছু ডুমুর দিয়ে গেছে। ভাবছিলাম চাটনি করবো না কি ভেজে খাবো হঠাৎ মনে মনে স্থির করলাম ভাজা করি এবং তা আপনাদের সাথে ভাগ করে নেই তাহলে মন্দ হবে না।
যে কথা সেই কাজ। কুচিকুচি করে কাটতে বসে পড়লাম ও রেসিপিটি করে ফেল্লাম।

তো চলুন দেখা যাক রেসিপি টি কেমন।

IMG_20240813_003554.png

PhotoCollage_1723525495049.jpg

ডুমুর
শুকনা মরিচ
পেঁয়াজ
ভোজ্য তেল

প্রথম ধাপ

প্রথমে ডুমুর কুচি করে কেটে নিয়েছি।

IMG_20240813_112720.jpg

দ্বিতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে শুকনা মরিচও পেঁয়াজ দিয়েছি ফোঁড়ন।

PhotoCollage_1723527207673.jpg

তৃতীয় ধাপ

এখন ফোঁড়ন দেয়া তেলও পেঁয়াজে ডুমুর কুচি গুলো দিয়েছি।লবন হলুদ দিয়ে নারাচারা করে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1723527382061.jpg

চতুর্থ ধাপ

এখন খুব ভালো করে ভেজে নিয়েছি লো হিটে।

PhotoCollage_1723527516497.jpg

পঞ্চম ধাপ

পরিবেশের জন্য নামিয়ে নিয়েছি।

IMG_20240813_113955.jpg

পরিবেশন

IMG_20240813_114114.jpg

IMG_20240813_114136.jpg

IMG_20240813_114114.jpg
এই ছিলো আমার আজকের সহজ ও অল্প উপকরণ দিয়ে মজাদার একটি রেসিপি ডুমুর ভাজা রেসিপি।আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240812_163609.png

Sort:  
 6 months ago 

আমি কখনো ডুমুর ভাজি বা রান্না করে খাই নাই। তবে আপনি তো বেশ চমৎকারভাবে ডুমুর ভাজা রেসিপি করেছেন। তবে আমাদের এই দিকে অনেক ডুমুর গাছ আছে। আমি চেষ্টা করব একদিন এভাবেই ডুমুর ভাজি করতে। আর মনে হয় এই ধরনের রেসিপি দিয়ে রুটি খেতে বেশ মজাই লাগবে। রেসিপিটি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 6 months ago 

খেয়ে দেখবেন ভাইয়া অনেক ভালো লাগবে খেতে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 6 months ago 

যদিও এই ডুমুরের রেসিপি কখনো খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই দুর্দান্ত হয়েছে। খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপু। যা দেখে ভীষণ লোভ লেগে গেল। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

ডুমুর ফলগুলো খেতে অনেক বেশি মজার আর এর মধ্যে পুষ্টিগুণ অনেক বেশি থাকে। আমরা এভাবে কখনো খাইনি। তবে ডুমুর গুলোকে সিদ্ধ করে ব্লেন্ড করে তারপর ভাজি করে খাওয়া হয়েছে। ডুমুর খেতে কিন্তু অনেক মজা হয়। আর আপনার আজকের শেয়ার করার রেসিপিটা আমার কাছে নতুন লেগেছে আপু। এভাবে একদিন ট্রাই করবো।

 6 months ago 

আপনি যে পদ্ধতিতে ডুমুর ভাজা খেয়ে থাকেন তাও নিসন্দেহে সুস্বাদু।আমার রেসিপি অনেক সুস্বাদু আপু।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 6 months ago 

একদিন খেতে হবে এইভাবে ধন্যবাদ আপু।

 6 months ago 

ডুমুর ফল কে আমাদের ইসলাম ধর্মে জান্নাতি ফল বলা হয়। তবে সেগুলো অন্য জাতের। সেগুলোকে তীন ফল বলা হয়। এই ফলটা এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। বেশ ভালো লাগলো আপনার রেসিপিটা দেখে। খুব সুন্দর ভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন। খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে।

 6 months ago 

আমি ইউটিউবে ওয়াজে শুনেছি এবং এই ডুমুর দেখেছি জন্য ভেবেছি এগুলো তবে আপনি ভালো বলতে পারবেন আপনাদের ধর্মীয় বিষয়ে আপু।জেনে ভালো লাগলো আপনার কাছে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 6 months ago 

এই জব ডুমুর গাছ আমাদের বাড়িতে একটা ছিল। শুনেছি এই ডুমুর খেতে খুবই ভালো লাগে। কিন্তু আমাদের এলাকায় তেমন আর দেখা যায় না এই গাছগুলো। বুনো ডুমুর গাছ রয়েছে প্রচুর। জানিনা সেগুলো খাওয়া যায় কিনা। তবে যাই হোক সুন্দর এই রেসিপি প্রস্তুত করতে দেখে খুবই ভালো লাগলো আমার। আশা করি অনেক সুস্বাদু হয়েছে।

 6 months ago 

এই ডুমুর খেতে সুস্বাদু ও পুষ্টিকর ভাইয়া।শহরে কিনতে পাওয়া যায়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 6 months ago 

নতুন একটা রেসিপি দেখলাম। এই ডুমুর ভাজা রেসিপি টা দেখে আমার কাছে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আপু। আসলে এই ডুমুর ভাজা রেসিপি আমি কখনো খাইনি। আমার বাসাতেও কখনো এই ডুমুর ভাজি রেসিপিটা তৈরি করা হয় না। আপনার এই রেসিপি তৈরি করা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে এই ডুমুর ভাজিটা। আপনি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ সুস্বাদু একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 6 months ago 

ডুমুরফল কে জান্নতি ফল বলে থাকে মুসলিম ধর্মে।

এই ব্যাপারটা আমার জানা ছিল না দিদি, আপনার এই পোষ্টের মাধ্যমেই আজ জানতে পারলাম। যাইহোক, অনেক বছর হয়ে গেছে এই ডুমুর খাওয়া হয় না। আসলে আমাদের এখানে সেই ভাবে পাওয়া যায় না, সেজন্যই খাওয়া হয়না। গ্রামে থাকতে অনেক খেয়েছি এইগুলো। এই ডুমুর ভাজা রেসিপি অনেকদিন পর আপনার এই রেসিপি পোস্টে দেখে আমার সেই কথাগুলো মনে পড়ে গেল। এত সুন্দর করে এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

গ্রামে অনেক পাওয়া যায় এই ডুমুর এবং শহরে কিনতে পাওয়া যায়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 6 months ago 

ইশ্ ডুমুর ভাজা কতদিন খাই না আমার খুব খুব পছন্দের একটি খাবার। দেখে তো আমি লোভই সামলাতে পারছি না। আমাদের এখানে পাশের এক বাড়িতে ডুমুর গাছ আছে খুব তাড়াতাড়ি ডুমুর এনে এভাবে ভাজা করে খেতে হবে।যাইহোক অসংখ্য ধন্যবাদ আপু ডুমুরের লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য।

 6 months ago 

সত্যি ডুমুর খুব ভালো লাগে আমারও খেতে।আমি তো একটি গাছ লাগিয়েছি ডুমুর খাওয়ার জন্য গাছটি এখনো অনেকটাই ছোট।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 6 months ago 

ডুমুর ভাজা রেসিপি নাম শুনেই, চমকে উঠলাম। কারন ডুমুর কখনো খাওয়া হয়নি। তবে আপনি এত সুন্দর করে রেসিপিটা করেছেন,দেখে ভালো লেগে গেলো। এটা খাওয়ার কথা বললে বাসায় এলাউ করবে কি না জানি না। ধন্যবাদ।

 6 months ago 

ঢাকা শহর ও আমাদের এখানে শহরে কিনতে পাওয়া যায় এই ডুমুর। আসলে কখনো না খেয়ে থাকলে খেতে মন চায় না কিন্তুু খেলে অনেক ভালো লাগে।এই ডুমুর ভর্তা খেতে আরো মজাদার। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96170.07
ETH 2806.40
SBD 0.67