১৫ আগস্ট জাতীয় শোক দিবস।

in #fifteen3 years ago (edited)

১৫ আগস্ট ১৯৭১ জাতির জন্য এক কলঙ্কিত দিন। মনুষ্যত্ব ভূলন্ঠিত হয়েছিল এই দিনে।
এদিন বাঙালি জাতি(বিপথগামী কিছু বাঙালি) তার নেতাকে নির্মমভাবে হত্যা করেছে।
কোন মানুষ নির্বিচারে হত্যার স্বীকার হতে পারে না, সেখানে রাষ্ট্রনায়ককে নির্মমভাবে হত্যা করা হলো।
শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খ্যান্ত হয়নি ওরা, ওরা শিশু রাসেলকেও হত্যা করেছে। গর্ভবর্তী নারীও বাদ যায়নি। ইতিহাসে এমন নির্মমতা বিরলতম।

বঙ্গবন্ধু ও সকল শহীদদের প্রতি বিনর্ম শ্রদ্ধা জ্ঞাপন করছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66