‘আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব’

in #fi7 years ago

টেস্ট সিরিজে একেবারেই হতাশ করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেও হেরেছে। দক্ষিণ আফ্রিকার সফরে সীমিত ওভারের ক্রিকেটে কেমন করবে লাল-সবুজের দল, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় খলোয়াড়দের কণ্ঠে। খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে বলেছেন দলের অন্যতম সেরা অলরাউন্ডার নাসির হোসেন।Home Photo Video Live TV

খেলাধুলা
‘আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব’
ক্রীড়া প্রতিবেদক
১৪ অক্টোবর ২০১৭, ১২:২১ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৭, ১২:৫০

টেস্ট সিরিজে একেবারেই হতাশ করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেও হেরেছে। দক্ষিণ আফ্রিকার সফরে সীমিত ওভারের ক্রিকেটে কেমন করবে লাল-সবুজের দল, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় খলোয়াড়দের কণ্ঠে। খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে বলেছেন দলের অন্যতম সেরা অলরাউন্ডার নাসির হোসেন।

আগামীকাল রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। কাম্বার্লিতে বসছে ম্যাচটি। এই ম্যাচে সাফল্য আশাবাদী নাসির বলেন, ‘আমার বিশ্বাস ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবই। হয়তো প্রস্তুতি ম্যাচে আমরা খুব একটা ভালো করিনি। কিন্তু সে ম্যাচটিতে খেলা আমাদের খুবই কাজে এসেছে। ব্যাটসম্যান, বোলাররা উইকেট সম্পর্কে একটা ধারণা পেয়েছে। তা ছাড়া খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বেড়েছে।’
শুধু দলেরই নয়, ব্যক্তিগত সাফল্যেও আশাবাদী নাসির হোসেন, ‘দলের জন্য কিছু করতে পারাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সব সময়ই চেষ্টা করি দলের জন্য অবদান রাখতে। সুযোগ পেলে এবারও সে চেষ্টা করে যাব।’

Advertisement
by Taboola Sponsored Links You May Like
What Does Your Last Name Mean?
Ancestry
Track Any Mobile Phone With This Simple Trick
Top Stores
World’s Newest, Largest Plane Is The Size Of A Football Field, But What The Heck Is It For?
Livestly
Michael Jordan is Beyond Filthy Rich. See How He Shows His Dough
Filthy Rich Stars
দক্ষিণ আফ্রিকা সফরে এর আগে দুটি টেস্ট ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। এবার তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন মাশরাফি-সাকিবরা। কাল সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ১৮ অক্টোবর পার্লে ও ২২ নভেম্বর ইস্ট লন্ডনে ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর দুটি টি-টোয়েন্টে ম্যাচ হবে ২৬ ও ২৯ অক্টোবর।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.26
JST 0.039
BTC 94308.08
ETH 3334.63
USDT 1.00
SBD 3.47