keep it up... you should quality post that people are follow you. এটিকে পেশা হিসাবে নিতে হবে। যদি তুমি মনে করো সবাই করছে আমিও করি দেখি কি হয় শেষ পর্যন্ত তাহলে আমি বলি এই কাজ না করাই ভালো। আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি না। পোষ্ট এমন হতে যাতে মানুষ সেটা পড়ে। শুধু ভোট পাওয়ার আশায় পোষ্ট না করে মানুষের উপকারে আসে এমন পোস্ট করতে হবে যাতে সেটা পড়ে মানুষ এমনিতেই ভোট দেয়।
ভালো হচ্ছে তবে আরো ভালো করতে হবে। প্রোফাইলে ছবি নাই কেন? আমার ভোট আর নাই তাই দিতে পারলাম না তবে ভালো করার পরামর্শ দিলাম। ধন্যবাদ।
thank you sir...