পিতার ভালোবাসা সব সময় একটু বেশি থাকে সন্তানের জন্য

in #fatherlove6 years ago

পিতার ভালোবাসা সব সময় একটু বেশি থাকে সন্তানের জন্য 

প্রত্যেক পিতাই তার সন্তানকে খুব ভালবাসে । প্রত্যেক পিতা তার সন্থানের জন্য হাজার স্বপ্ন মাটি দেই । বাবা তার সন্তানের জন্য কত পরিশ্রম করে । পড়াশুনা করানোর জন্য কত চেষ্টা সাধনা করে । এটা যদি প্রত্যেক সন্থান জানত তাহলে সন্থান গুলো পিতাকে সব সময় মাথাই বসাই রাখত । সন্তান মানুষ করতে গিয়া পিতার রক্ত পানিতে পরিণত হয় । মধ্যবিত্ত পরিবারের বাবাও চাই তার সন্থান অনেক ভাল জাইগাই পড়াশুনা করুক এবং অনেক ভাল কিছু করুক । সন্তানের চাওয়া পাওয়া মিটাতে গিয়া পিতার জীবন শেষ হইয়া যাই । তাও পিতার কাছে সন্তানের সব সময় চাওয়া থাকে । সন্তানের চাহিদা কখনও পুরন হয় না । 

পিতা যা করে সন্তানের জন্য , সন্তান যদি এই রিন শোধ করতে চাই ।তাহলে শরীরের সব রক্ত বিক্রি করেও পরিশোধ হবে না । আপনি যদি সবই বোঝেন তাহলে নিরিবিলি একটু ভাবুন আপনার পিতা আপনার জন্য কি কি করেছে । আপনি সেটা খুজে পাবেন না । কারন প্রত্যেক পিতা তার সন্তানের চোখের আড়ালে সব কিছু করে থাকে  , যাতে সন্তান কষ্ট না পাই । কিন্তু অনেক সন্থান আছে পিতা বুড়া হইয়া গেলে তার দেখার খোঁজ থাকে না । তখন সন্তান অনেক বড় অফিসার হইয়া যাই । পিতা তার সন্তানকে স্যার বলে ডাকা লাগে না হলে সন্তান রাগ করে । আবার এমন সন্তান আছে মানুষের সামনে পিতাকে পিতা বলে পরিচয় দিতে চাই না । তাতে তার সম্মান চলে যাই । আবার ঠিক মত পিতাকে খেতেও দেই না । বুড়া অবাস্তাই পিতা না খাইয়া খাইয়া ধুকে ধুকে মারা যাই । এবং অনেক পিতার ঘটনা শুনে আসতেছি । যারা এমনটি করে তাদের থেকে দুর্ভাগা মানুষ আর কোথাও নাই । 

image source

আপনার বড় হওয়ার পিছনে প্রত্যেক পদে পদে তোমার পিতার হাত আছে । না হলে জীবনে আপনি কিছু করতে পারতেন না। সন্তানের জন্য পিতার স্বাধীনতা ফুরাই যাই । কতই না পরিশ্রম দ্বারা আপনার ভবিষ্যৎ জীবন উজ্ঝল করে আর আপনি তাদের সাথে কিভাবে এমন ব্যবহার করেন । আমি ঠিক বুজতে পারি না ।আপনি তখনি বুজবেন যখন আপনার সন্থান আপনি মানুষ করবেন , আর বড় হইয়া আপনার মতই ব্যবহার করবে আপনি যেমনটি করেছেন আপনার পিতার সাথে । তখন ভুল বুজবেন , কিন্তু তখন আপনি ক্ষমা চাওয়ার মত আপনার পিতা থাকবে না । তখন ভুল বুঝে ও কিছু করার থাকবে না।  কোন স্বার্থে আপনার পিছনে এত পরিশ্রম করে পিতারা । আশা করি আমার কথা সবাই বুজতে পারছেন । সবাই পিতাকে ভালবাসুন । ধন্যবাদ 

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 104624.85
ETH 3262.96
SBD 4.08