বাবার প্রতি অসীম ভালোবাসা

in #father4 months ago (edited)

আমার জীবনে একমাত্র পুরুষ যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তিনি হলেন আমার বাবা। দুঃখের বিষয়, আমার বাবা সাথে আমার খুব বেশি সময় কাটানোর সুযোগ হয়নি। ছোটবেলা থেকেই পিতৃহীন হলেও, আমার মনে বাবার প্রতি যে টান অনুভব করি, তা অন্য কোন পুরুষের প্রতি কোনদিন অনুভব করিনি আর করবোও না। ভালোবাসা যে অন্ধ, তা আমার বাবার প্রতি ভালোবাসা থেকে স্পষ্ট।

আমার বাবার চেহারা, কন্ঠ, শরীরের গন্ধ, হাঁটাচলা - কোনোকিছুই আমার মনে নেই। তবুও, আমি প্রায়ই আমার গ্যালারিতে বাবার ছবিটি অনেক সময় ধরে দেখি। শীতের দিনগুলোতে, যখন আমি বাবা চাদর গায়ে জড়িয়ে নিই, তখন মনে হয় যেন বাবা আমাকে আদর করছেন আর আমি বাবার শরীরের ঘ্রাণ পাচ্ছি।

মানুষ যখন আমার সামনে বাবার প্রশংসা করে, তখন আমার শরীরের লোম দাড়িয়ে যায় । আমি বাবাকে খুব বেশি মিস করি। বাবার আদর পেতে, তাঁর সাথে আবদার করতে, তাঁর শাসন শুনতে - কতই না ইচ্ছে!

একদিন আমার ছোট মামা আমার মামাতো ভাইকে "আব্বা" বলে ডাকছিলেন। তখন জায়েদ আনন্দে গড়াগড়ি খেয়ে বলছিল, "আব্বু, তুমি আমাকে আব্বা ডাকছো!" দৃশ্যটি আমার ভালো লাগলেও, একটু কষ্টও হচ্ছিল। মনে হচ্ছিল, যদি আমার বাবা থাকতেন, তাহলে আমিও এই আনন্দটা পেতাম।

ছোটবেলায় আমি ভাবতাম, হয়তো একদিন বাংলা সিনেমার মতো আমার বাবা হাজির হবেন। আমার সামনে এসে বলবেন, "বাবা, আমি মারা যাইনি, আমি হারিয়ে গিয়েছিলাম।" এখন ভাবলে নিজের উপর হাসি পায়।

আল্লার কাছে অনেক দোয়া করেছি, স্বপ্নে যেন বাবাকে দেখতে পাই। আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন। প্রথমবার যখন স্বপ্নে বাবাকে দেখি, তিনি শার্ট-প্যান্ট পরে পরিপাটি হয়ে ঘরে ঢুকছিলেন। স্বপ্নে বাবাকে দেখে জড়িয়ে ধরে কত কান্না করেছিলাম!

আমি সবসময় বিশ্বাস করি, আল্লাহ যা করেন, তা ভালোর জন্যই করেন। আমার বাবা যেখানেই থাকুন না কেন, আল্লাহ তাঁকে ভালো রাখুন।

পৃথিবীর সব বাবারা ভালো থাকুক 🌸
photo_2024-09-22_15-44-22.jpg

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.040
BTC 94610.20
ETH 3289.77
SBD 6.70